আজ অর্থাৎ ২৮ অগস্ট ৩৫ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেতা জিতু কমল। কেক কেটে ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে জন্মদিন পালন করছেন অভিনেতা। জন্মদিনের এই বিশেষ দিনে আরও একটি খবর শুনতে পাওয়া গেল। কী?
আবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই নাকি ছবিটি দেখতে পাবেন দর্শকরা। সাংবাদিকতাকে ঘিরে তৈরি হবে ছবির গল্প। মূলত ক্রাইম থ্রিলার ভিত্তিক হতে চলেছে সিনেমাটি। সাই প্রকাশের পরিচালনায় এই ছবিটি প্রযোজনা করবেন সাই বিঘ্নেশ প্রোডাকশন হাউজ।
জানা গিয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং। যদিও এই ছবি সম্পর্কে এখনও কোনও কথা বলেননি জিতু কমল বা শ্রাবন্তী কেউই। ছবির নামও জানা যায়নি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, চলতি বছরেই মুক্তি পেয়েছিল জিতু-শ্রাবন্তী অভিনীত ‘বাবুসোনা’। ছবিটি বক্স অফিসে একেবারেই সফল হয়নি, দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল এই সিনেমাটি।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
তবে সিনেমা ব্যর্থ হলেও টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল জিতু কমল এবং শ্রাবন্তী নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যদিও ব্যাপারটি কতটা ঠিক বা ভুল তা জানা যায়নি। কিন্তু এবার আবার এই জুটি মানুষের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার।
উল্লেখ্য, এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনয় করছেন জিতু। কিছুদিন আগে ধারাবাহিকের অন্যতম মুখ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল অভিনেতার, যদিও সে সমস্ত এখন অতীত। জি বাংলার বাকি ধারাবাহিকের থেকে টিআরপির নিরিখে এগিয়ে রয়েছে এই ধারাবাহিকটি।
তবে শুধু ছোট পর্দা নয়, বড় পর্দায় শুভশ্রীর বিপরীতে গৃহপ্রবেশ ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন জিতু। প্রতিদিন যেভাবে ধীরে ধীরে বাড়ছে জিতুর অনুরাগী সংখ্যা, তাতে নিঃসন্দেহে তাঁকে অডিয়েন্স স্টার বলাই যেতে পারে।
বড়পর্দায় শুধু ‘গৃহপ্রবেশ’ নয়, ‘অপরাজিত’ ছবিতে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। সত্যজিৎ রায়ের চরিত্রে জিতুর অভিনয় এক মুহূর্তে যেন কাউকে বুঝতে দেয়নি, আসল আর নকলের পার্থক্য।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
যদিও বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন জিতু। এই মুহূর্তের দিতিপ্রিয়ার বিপরীতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতাকে।