চলতি বছর নববর্ষে পথ চলা শুরু হয়েছিল যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের নতুন প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস - এর। তবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন আরও এক বলি ব্যক্তিত্ব, মহেশ ভাট। দুর্গাপুজোর আগে প্রযোজনা সংস্থার তরফ থেকে এল সবথেকে বড় চমক।
প্রত্যেকবার দুর্গাপুজো উপলক্ষে একটি করে গান মুক্তি পায়, যেটি সে বছরের অন্যতম ট্রেন্ডিং গান হয়ে ওঠে। কিছুদিন আগেই যীশু এবং সৌরভ ঘোষণা করেন, চলতি বছর প্রথম পুজোর গান আনতে চলেছেন তাঁরা। খুব স্বাভাবিকভাবেই এটাই পরিচালক হিসাবে প্রথম কাজ যিশু-সৌরভের।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
এই গানের প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। রয়েছেন রাহুল মজুমদার এবং ইন্দ্রাশিস রায়। গানটির কথা লিখেছেন প্রসূন, গেয়েছেন অন্তরা মিত্র। গানটি বানানো হয়েছে দক্ষিণপাড়া দুর্গৎসব কমিটির জন্য। গত মঙ্গলবার প্রকাশ্যে এসেছিল দর্শনা বণিকের ফার্স্ট লুক।
লাল শাড়িতে দর্শনাকে দেখতে লাগছিল ভীষণ সুন্দর। এবার মুক্তি পেল ২০২৫ সালের দুর্গাপুজোর প্রথম গান, ‘দুগ্গা মা এসেছে’। এই গানে অনবদ্যভাবে নিজেকে তুলে ধরেছেন দর্শনা, সুন্দরভাবে সঙ্গ দিয়েছেন ইন্দ্রাশিস এবং রাহুল।
এই ভিডিয়ো প্রসঙ্গে যীশু সেনগুপ্ত বলেন, ‘দুর্গাপুজো আমাদের কাছে রি ইউনিয়নের মতো। পুজোয় যেন একটা গোটা পাড়া একটা পরিবার হয়ে ওঠে। বন্ধুত্ব থেকে শুরু করে প্রেম সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এই ভিডিয়োর মাধ্যমে সেই গল্পই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
যীশুর কথা টেনেই সৌরভ দাস জানান, প্রোডাকশন হাউজ থেকে শুধু এই একটি ভিডিয়ো নয়, আগামী দিনে আরো ভালো গান, সিনেমা এবং ওয়েব সিরিজ বানানোর ইচ্ছে রয়েছে। কিছু কিছু প্রজেক্ট- এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে প্রকাশ্যে আসবে সকলের।
উল্লেখ্য, শুধু খেলার মাঠে বা অভিনয়ের মঞ্চে নয়, প্রযোজনা সংস্থাতেও একসঙ্গে জুটি বেঁধেছেন এই দুই তারকা। যেহেতু দুই তারকার প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার, তাই জোকারের প্রিয় সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ সংলাপটি মাথায় রেখেই প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে।