একসময় একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন অনামিকা চক্রবর্তী। সর্বশেষ অভিনয় করেছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তারপর থেকে এখন শুধুই বাড়িতে অলস সময় কাটান তিনি। যদিও কিছুদিন আগে তিনি একটি পোস্টার শেয়ার করে জানিয়েছিলেন, ত্রিপুরায় একটি বিপণনী সংস্থার হোডিংয়ে দেখা গিয়েছে তাঁকে।
তবে অনামিকা তেমনভাবে কাজ না পেলেও উদয় বর্তমানে অভিনয় করছেন ‘পরিণীতা’ ধারাবাহিকে। স্বামীর খুশিতেই খুশি অনামিকা। বাড়িতে যেটুকু সময় পান সেটুকু টুকটাক ভিডিয়ো করেই কেটে যায়। তবে সম্প্রতি তিনি এমন একটি ছবি পোস্ট করলেন, যা দেখে আবার প্রমাণিত হয়ে যায় শুধুই অভিনয় করতেই পারদর্শী নন তিনি।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অনামিকা যেখানে দেখা যায়, একটি মেয়ের মুখ যার খোলা চুল, সঙ্গে রয়েছে দুটি গোলাপ। ছবির সঙ্গে লেখা, একদিন একটা সময়। এই ছবিটি যে অনামিকা নিজের হাতেই বানিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে সুপটু চিত্রশিল্পী, সেটাও প্রমাণ হয়ে যায় এই ছবি দেখে।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সবসময় এমন কিছু থাকবে যা আমি করতে পারবো না, কিন্তু আমি অনেক কিছু করতে পারি, এমন কি যদি সেটা নিখুঁত না হয় তাও। এটাই হয়তো শিক্ষা। সুন্দর হতে গেলে সব কিছু ত্রুটিহীন হওয়ার দরকার নেই।’ শুধু ছবির নয়, সঙ্গে নিজেরও একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ওই, ‘আর্ট ও আর্টিস্ট’ আর কি!
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
কিছুমাস আগেই বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গে মন্দারমনি ঘুরে এসেছিলেন অনামিকা। টুকটাক ভিডিয়ো বানিয়ে সেই আপডেটও দিয়েছিলেন তিনি। এবার অভিনেত্রীর এই লুকিয়ে থাকা গুণের কথা জানতে পেরে প্রশংসায় পঞ্চমুখ হন সকলে।
একজন লেখেন, ‘দারুণ হয়েছে।’ অন্য একজন লেখেন, ‘এমন সুন্দর ছবি আরও দেখতে চাই।’ কেউ কেউ আবার ছবিটিকে ফোনের ওয়ালপেপারের সঙ্গে তুলনা করে আঁকাটির প্রশংসা করেছেন।