মর্মান্তিক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। স্বয়ংক্রিয় রাইফেল থেকে চলল গুলি। আর জেরে মর্মান্তিক পরিণতি হল এক জওয়ানের। ভুলবশত নিজের রাইফেল থেকে ছিটকে আসা গুলিতে প্রাণ হারালেন রাষ্ট্রীয় রাইফেলসের অন্তর্গত ওই জওয়ান।
আরও পড়ুন-'আরও বেশি ভারতীয়...,' অভিবাসন-বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ অস্ট্রেলিয়া, নিন্দায় সরকার
ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্ডারবালে। সেনা সূত্রে খবর, শনিবার রাতে নিজের সার্ভিস রাইফেল থেকে ছিটকে আসা গুলিতে মৃত্যু হিয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের কনস্টেবল ছোটু কুমারের।মধ্য কাশ্মীরের মানসবল এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ রাইফেল থেকে গুলি ছিটকে আসে। ট্রাক থেকে লাফিয়ে নামার সময় ওই জওয়ানের রাইফেলের ট্রিগারটি দুর্ঘটনাবশত চাপা পড়ে এবং কনস্টেবল ছোটু কুমারের থুতনির নীচে গুলি লাগে। যার ফলে ওই জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কিন্তু গুলিটি ভুলবশত চলে গিয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা জানতে তদন্ত চলছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন-'আরও বেশি ভারতীয়...,' অভিবাসন-বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ অস্ট্রেলিয়া, নিন্দায় সরকার
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে বিরাট সাফল্য পেল নিরাপত্তাবাহিনীর। বড়সড় হামলার আগেই পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই সশস্ত্র জঙ্গিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল, গ্রেনেড-সহ অন্যান্য অস্ত্র। রবিবার এই অভিযান চালানো হয় পুঞ্চের মান্ডি সেক্টর এলাকায়। আরও একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তাবাহিনীর। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুঞ্চ পুলিশের তরফে জানা গিয়েছে, মান্ডি এলাকায় সন্দেহজনক গতিবিধির গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ। অভিযান চলাকালীন আজমাবাদ এলাকায় একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় দুটি একে-৪৭ রাইফেল, প্রচুর গ্রেনেড-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। এরপরই ওই বাড়ির মালিক তারিখ শেখ ও তার সঙ্গী চাম্বের গ্রামের বাসিন্দা রিয়াজ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। দুজনকে গ্রেফতার করার পর জেরা করে জলিয়া গ্রামে এক ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেও উদ্ধার হয় বিপুল অস্ত্র।প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ এই দুইজন সরাসরি জঙ্গি দলের সঙ্গে যুক্ত। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা এদের দৌলতেই জম্মু ও কাশ্মীরে নিরাপদে আস্থানা গাড়ত। অভিযুক্তদের জেরা করা হচ্ছে পুলিশের তরফে।