আর অপেক্ষা কিছু দিনের। ‘ধূমকেতু’ ছবির অসাধারণ সাফল্যের পর এবার আসন্ন ছবি রঘু ডাকাতের প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনায় এই ছবিটির ইতিমধ্যেই টিজার মুক্তি পেয়েছে, যা দেখে ভীষণ খুশি দর্শকরা।
এবার প্রস্তুতি ট্রেলার লঞ্চের। ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্যই কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন দেব। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে একটি বিশেষ বৈঠক সারলেন অভিনেতা। অনুষ্ঠানের নিরাপত্তা এবং শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বললেন তাঁরা।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
‘ধূমকেতু’ ট্রেলার লঞ্চের মতোই ‘রঘু ডাকাত’ ট্রেলার লঞ্চকেও একটি উৎসবে পরিণত করতে চাইছেন দেব। ঠিক এই কারণেই দর্শক এবং অতিথিদের পূর্ণ নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি যাতে থাকে, সেই বিষয় নিয়েই পুলিশের সঙ্গে কথা বললেন তিনি। সব থেকে বড় কথা, আসন্ন ট্রেলার লঞ্চ অনুষ্ঠান যাতে একেবারে নির্বিঘ্নে ঘটতে পারে তার জন্যই এই আলোচনা।
আলোচনার শেষে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন দেব। ক্যাপশনে তিনি লেখেন, ‘কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে রঘু ডাকাত ট্রেলার লঞ্চ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সমস্ত নিয়ম এবং প্রটোকল মেনেই করা হবে এই অনুষ্ঠান। প্রত্যেক মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’ ছবির দুটি গান। ‘জয় কালী’ এবং ‘ঝিলমিল লাগে রে’। দুটি গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। তবে শুধুমাত্র গান নয়, ছবির টিজার রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের। মুগ্ধ করেছে কলাকুশলীদের প্রথম ঝলক।
ইধিকা পাল থেকে শুরু করে রুপা গঙ্গোপাধ্যায়, প্রথম ঝলকে দর্শকদের মুগ্ধ করেছেন সকলেই। তবে সব থেকে বেশি নজর কেড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণের লুক এই বছরের সেরা খলনায়কের লুক হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।