এখন শুধু বড় পর্দা নয়, তারকারা একই সঙ্গে কাজ করতে চাইছেন ওটিটি প্লাটফর্মেও। দর্শকদের থেকে সাড়াও পাচ্ছেন তাঁরা। এবার ওয়েব সিরিজে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রনজয়-দেবাদৃতা-মানালি। একেবারে নতুন স্বাদের একটি গল্প নিয়ে আসতে চলেছেন তাঁরা।
ওটিটি প্ল্যাটফর্ম জি ৫ - এর উদ্যেগে তৈরি হতে চলেছে একটি নতুন মাইক্রো ড্রামা, যেখানে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হওয়া একটি মাইক্রো ড্রামা এবার অভিনয় করতে চলেছেন এই তিন অভিনেতা অভিনেত্রী। নির্মাতারা আশা করছেন, আগামী দিনে এই মাইক্রো ড্রামা দর্শকদের থেকে ভালই সাড়া পাবে।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রনজয় বিষ্ণু এবং দেবাদৃতা বসু। অভিনয় করবেন অভিনেত্রী মানালি মনীষা দে। একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ। এই তিন অভিনেতা-অভিনেত্রীকে প্রথম পর্দায় একসঙ্গে দেখার জন্য উৎসুক দর্শকরা।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। ত্রিকোণ প্রেমের এই গল্প আগামী দিনে দর্শকদের পছন্দ হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক, যেখানে রনজয় অভিনয় করছিলেন শ্বেতার বিপরীতে। সিরিয়াল শেষ হওয়ার খবর শুনে মন খারাপ দর্শকদের।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
অন্যদিকে দেবাদৃতা বসু সর্বশেষ অভিনয় করেছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। এছাড়াও সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে মানালি কিন্তু ডিজিটাল প্লাটফর্মের ভীষণ পরিচিত একটি মুখ। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় সিরিজে অভিনয় করতে।
তবে এই প্রথম নয়, অভ্রজিত সেন পরিচালিত ‘লক্ষ্মী পেল লটারি’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ডিজিটাল পর্দায়। প্রথম সিরিজের সাফল্যের পর এটি পরিচালকের দ্বিতীয় পরিচালিত সিরিজ হতে চলেছে।
‘লক্ষ্মী পেল লটারি’ মোট ৬০টি এপিসোড নিয়ে তৈরি হয়েছিল। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোমরাজ মাইতি, দীপান্বিতা রক্ষিত, প্রসূন সাহা ও জিৎ সুন্দর চক্রবর্তী।