বলিউড অভিনেতা সুনীল শেট্টি এবং সঞ্জয় দত্ত সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের সেটে উপস্থিত হয়েছিলেন। শোয়ের একটি নতুন প্রোমোতে সঞ্জয়কে শো-তে হাজির দর্শকদের সঙ্গে হাসিখুশিভাবে বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-র সেই প্রোমোতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ ম্যায় আপনি গার্লফ্রেন্ড অউর ওয়াইফ দোনো কে সাথ আয়া হুঁ’ (আমি আজকে শোতে আমার বউ আর প্রেমিকা, দুজনের সঙ্গে এসেছি)।
কপিল শর্মা, অর্চনা পুরান সিং, সঞ্জয় দত্ত এবং সুনীল শেট্টি সকলেই তা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। প্রথমে সুনীল ও সঞ্জয়কে সেই কথা শুনে হাততালি দিতে দেখা গেলেও পরে সেই ভক্তের কাছে গিয়ে সঞ্জয় বলেন, 'ইয়ে আপনে ক্যায়সে কিয়া? হামে ভি শিখা দিজিয়ে (আপনি এটা কীভাবে করলেন? দয়া করে আমাদেরও শিখিয়ে দিন)। অভিনেতার এই মন্তব্যে হেসে ফেলেন কপিল ও সেটে উপস্থিত সকলেই।
ভক্তরা ভিডিওটি দেখে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘সঞ্জয় দত্ত এবং সুনীল শেট্টি হতবাক, 🤯🤯 কিন্তু ভাই কাঁপিয়ে দিয়েছেন।’ আরেকজন লেখেন, ‘কী অবস্থা, সঞ্জয় দত্তকেও নাকি এসব ডেটিংয়ের উপদেশ নিতে হচ্ছে আজকাল। উনি কী কম রঙিন মানুষ নাকি!’
সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন
সঞ্জয়ের প্রেম জীবন একসময় নিয়মিত জায়গা করে নিত শিরোনামে। বলিউডে তাঁর প্রথম বছরগুলিতে গসিপ ম্যাগাজিনগুলি তাকে টিনা মুনিম এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে যুক্ত করেছিল।
১৯৮৭ সালে অভিনেতা রিচা শর্মার সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয় এবং এই দম্পতির একটি কন্যা সন্তান ত্রিশলা ছিল, যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। ১৯৯৬ সালে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে রিচা মারা গেলে বিবাহটি দুঃখজনকভাবে শেষ হয়েছিল। ১৯৯৮ সালে তিনি মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেন, কিন্তু ২০০৮ সালে তাদের সম্পর্ক বিচ্ছেদ দিয়ে শেষ হয়। অবশেষে ২০০৮ সালে মান্যতা দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। ২০১০ সালে এই দম্পতি যমজ সন্তান শাহরান ও ইকরাকে স্বাগত জানান।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সম্পর্কে
কপিল শর্মা সঞ্চালিত কমেডি শো-তে আরও দেখা যায় ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা এবং সুনীল গ্রোভারকে। সঙ্গে অতিথি হিসাবে অর্চনা পুরান সিং এবং নবজ্যোত সিং সিধু। তৃতীয় সিজনের প্রিমিয়ার হয় ২১ জুন নেটফ্লিক্সে। তারপর থেকে সলমন খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, অজয় দেবগণের মতো তারকারা এবং গৌতম গম্ভীর এবং ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা শো-তে এসেছেন।
সঞ্জয় দত্ত ও সুনীল শেট্টির আসন্ন কাজ
সঞ্জয়কে সম্প্রতি ‘বাঘি ৪’-এ দেখা গিয়েছে। টাইগার শ্রফ, সোনম বাজওয়া এবং হারনাজ সান্ধু অভিনীত ছবিটি সমালোচকদের থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে। এদিকে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর জন্য ফের পর্দায় জুটি বাঁধবেন সঞ্জয় ও সুনীল। এই ছবিতে এছাড়াও রয়েছেন অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি প্রমুখ। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। সুনীলের হাতে রয়েছে প্রিয়দর্শনের ‘হেরা ফেরি থ্রি’। অন্য দিকে সঞ্জয়ের হাতে রয়েছে আদিত্য ধরের 'ধুরন্ধর'। রণবীর সিং, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল অভিনীত এই ছবি মুক্তি পাবে ৫ ডিসেম্বর।