মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাসভবনের বাইরে ভক্তদের প্রতি আহান পান্ডের আচরণ ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণেশ দর্শনে আশিসের বাড়িতে আহানের যাওয়ার ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আহান গাড়ি থেকে নেমে প্যান্ডেলের দিকে যাচ্ছেন। পাপারাজ্জিদের জন্য তিনি হাসিমুখে পোজ দিচ্ছেন। একজন ফ্যান আহানের কাছে যান, কিন্তু তাঁর টিম সেই ব্যক্তিকে সরিয়ে দেয়। তবে বিষয়টা আহানের নজরে আসতেই সেই ভক্তকে দেখে নেন সাইয়ারা নায়ক এবং প্যান্ডেলে ঢোকার আগে সেলফি তোলেন।
প্যান্ডেল থেকে বের হওয়ার পরেও, ছোট ছোট বাচ্চা-সহ অনেক ফ্যানই আসেন আহানের সঙ্গে ছবি তুলতে। আর হাসিমুখে সকলের সঙ্গে হাত মেলান, ছবি তোলেন, বারবার কৃতজ্ঋতা প্রকাশ করতেও দেখা যায়। বারবার বলতে শোনা যায় তাঁকে, ‘ধন্যবাদ’।
গাড়িতে উঠার আগে আহান কিছুক্ষণ ক্যামেরার জন্য পোজ দিয়েছিলেন। গাড়িতে বসেও তিনি জানালা নামিয়ে ফ্যানদের সঙ্গে সেলফি তুলেছেন এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এই অনুষ্ঠানে আহান ক্রিম রঙের কুর্তা এবং পায়জামা পরে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা, ব্যবসায়ী চিক্কি পান্ডে।
ইন্টারনেট আহানের এই মিষ্টি আচরণের প্রশংসায় ভরে গিয়েছে। ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ফ্যান লিখেছেন, ‘সত্যি খুব মিষ্টি ব্যবহার। কত সুন্দরভাবে সে নিজের সংস্কৃতিকে অনুসরণ করছে।’ আরেকজন লেখেন, ‘কয়েক বছর বলিউডে থাকার পরেও এমন ব্যবহার যেন থাকে!’ তৃতীয়জন লেখেন, ‘বিখ্যাত হওয়ার পর এই ভক্তদের অবজ্ঞা না করলেই অনেকদূর এগোতে পারবেন।’