‘তারক মেহতা কা উল্টা চশমা’-খ্যাত অভিনেত্রী দিশা ভাকানি সম্প্রতি মুম্বইয়ের ললবাগচা রাজায় গিয়েছিলেন গণপতি দর্শনে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দিশাকে ঐতিহ্যবাহী পোশাকে প্যান্ডেলের দিকে যাওয়ার সময় দেখা গিয়েছে। জনসমক্ষে দিশা যদিও আজকাল সেভাবে আসেন না বললেই চলে।
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ক্লিপে দিশাকে দেখা গেল মুম্বইয়ের বিখ্যাত লালবাগচার পুজোয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে বলতে তিনি ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি লাল শাড়ি, সবুজ ব্লাউজ পরেছিলেন এবং মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।
এক পাপারাজ্জি দিশাকে মাস্ক খুলতে অনুরোধও করেন। দিশা ভ্রু কুঁচকে দেখেন, কিন্তু মাস্ক খোলেন না। এটি ছিল দিশার জনসমক্ষেবিরল উপস্থিতি। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, ‘কতদিন পর ওকে দেখলাম’। আরেকজন লিখল, ‘দয়াবেনকে সত্যি মিস করি আমরা’।
আরেকটি মন্তব্যে লেখা ছিল, ‘তাঁকে একা ছেড়ে দাও। সে এখন একজন সাধারণ মানুষ। সেরকমই ব্যবহার করো’।
দিশা ভাকানি সম্পর্কে:
২০০৮-২০১৭ সাল পর্যন্ত দিশা তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকে দয়াবেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৮ সালে মাতৃত্বকালীন বিরতি নেওয়ার পরে তাঁকে আর শোতে দেখা যায়নি। ২০২২ সালে জানা গিয়েছিল যে শোতে দয়াবেনের সেই অদ্ভুত কন্ঠ দেওয়ার কারণে নাকি দিশার গলায় ক্যান্সার হয়েছে। যদিও পরে শোয়ের পরিচালক মালভ রাজদা এই খবর গুজব বলে ঘোষণা করেন।
চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় দিশা আর শোতে ফিরবেন কিনা তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন শোয়ের প্রযোজক অসিত মোদি। তিনি বলেন, ‘আমরা শুধু প্রার্থনা করতে পারি যেন দিশা ভাকানি দয়াবেনের চরিত্রে ফিরে আসেন। সে আমার বোনের মতো, এবং তার কিছু পারিবারিক দায়িত্ব রয়েছে এই মুহূর্তে, যে কারণে তার পক্ষে ফিরে আসা কঠিন হতে পারে। আমরা আজও তাকে মিস করি। তিনি তার সহ-অভিনেতা এবং দলের প্রতি খুব আন্তরিক এবং যত্নশীল ছিলেন। আমরা আশা করছি এরকম কাউকে পাব।’
তারক মেহতা কা উল্টা চশমা সম্পর্কে
তারক মেহতা কা উল্টা চশমা ভারতীয় টেলিভিশনের দীর্ঘতম চলমান ডেইলি সিটকম। এটি চিত্রলেখা পত্রিকায় প্রয়াত কলামিস্ট-নাট্যকার তারক মেহতার সাপ্তাহিক গুজরাটি কলাম ‘দুনিয়া নে উন্ধা চশমা’ অবলম্বনে নির্মিত। ২০০৮ সালে প্রথম প্রচারিত হওয়া টিভি শোটি ইতিমধ্যে ৩,৩০০-রও বেশি পর্ব নিয়ে ১৭তম বছরে পা রেখেছে। কামসিন: দ্য আনটাচড, ফুল অউর আগ, দেবদাস, মঙ্গল পাণ্ডে: দ্য রাইজিং, যোধা আকবর এবং লাভ স্টোরি ২০৫০-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন দিশা। 'জাঁজুজু', 'খিচুড়ি', 'সিআইডি'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।