আসবন্ন সময়ে উৎসবের মরশুমে পড়ছে আদিত্যমঙ্গল রাজযোগ। এই রাজযোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। একদিকে গ্রহদের সেনাপতি মঙ্গল ও অন্যদিকে গ্রহরাজ সূর্য। এই দুইয়ের যোগে আসছে আদিত্যমঙ্গল রাজযোগ। এই যোগ অক্টোবর মাসে রয়েছে। এমনই জ্যোতিষমতের বার্তা। এই যোগের ফলে একগুচ্ছ জাতক জাতিকার জীবনে সুখের বন্যা বয়ে যেতে পারে। তারফলে কারা কারা লাভ পাবেন তা দেখে নিন। ২০ অক্টোবর রয়েছে কালীপুজো। তার আগে ১৭ অক্টোবর রয়েছে আদিত্যমঙ্গল যোগ। লাভের মুখ দেখতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা।
মেষ
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার শেষ হতে চলেছে। নতুন কোনও কাজও এই সময় শুরু করতে পারেন। যে ব্যক্তিরা নতুন কাজ শুরু করতে চলেছেন, তাঁদের জন্য এই সময়কাল খুবই ভালো। ভাগ্যের খুবই সহযোগিতা মিলবে। প্রমোশনের প্রবল সুযোগ পাবেন। যেকোনও কাজে মিলতে পারে সাফল্য। পরিবারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে।
( Putin Zelensky:‘জেলেনস্কিকে মস্কোয় আসতে দিন..’, রুশ-ইউক্রেন সংঘাতে বৈঠক ইস্যুতে পুতিন-বার্তা)
( New Two-Tier GST: দুই স্ল্যাবে জিএসটি, দুর্গাপুজোর আগেই নতুন রেট আসছে! কী কী সস্তা, কোনগুলি দামি?)
বৃষ
এই রাশির জাতক জাতিকারা আইনি ক্ষেত্রে ভালো লাভ পাবেন। পরিবারে সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমস্যা এবার মিটে যেতে পারে। বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে এবার নানান ধরনের রোগভোগ থেকে মুক্তি পেতে পারেন। প্রতিযোগিতা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যে জাতক জাতিকারা তাঁরা বিশেষ লাভ পাবেন। কেরিয়ারের দিক থেকে দারুণ সমস্ত লাভ হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। সব দিক থেকে ভাগ্য খুলতে পারে।
( Trump on India Tariff: ‘যেকোনও মানবের থেকে আমি শুল্ক বেশি বুঝি’, ভারত নিয়ে ফের সরব ট্রাম্প)
তুলা
এই সময় আদিত্য মঙ্গল রাজযোগ দারুণ ফল দেবে। জাতক জাতিকারা ভাগ্যের ভালো সঙ্গত পাবেন। আটকে থাকা টাকা হাতে পাবেন। চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই লাভদায়ী হবে। কোথাও দীর্ঘ যাত্রায় গেলে তা আপনাকে লাভ দেবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )