বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত নন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। উল্টে কীভাবে এই মামলার মোকাবেলা করবেন তা স্পষ্ট জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সম্মানহানি হয়েছে, কুণালের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা ঠুকলেন মিঠুন
কুণাল ঘোষ জানিয়েছেন, আদালতে এই মামলার মোকাবিলা করবেন ২০১৯ সালের বহু চর্চিত ‘রাজীব কুমার মডেল’ অনুসরণ করেই। কুণালের বক্তব্য, কোর্টে গিয়ে তিনি আবেদন করবেন, যেন আমায় মিঠুনের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সেই সময় সিবিআইয়ের একজন অফিসার সাক্ষী থাকবে। তাঁর দাবি, তাঁর কাছে এমন নথি ও সাক্ষী রয়েছেন, যা আদালতে উপস্থাপন করা হলে মিঠুনকে অস্বস্তিতে পড়তে হবে। উল্লেখ্য, সারদা চিটফান্ড তদন্তের সময় কুণাল ঘোষ নিজেই চেয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসতে। সেই প্রেক্ষিতেই শিলংয়ে হয়েছিল দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কুণাল মনে করছেন, মিঠুনের ক্ষেত্রেও একই ধরণের প্রক্রিয়াই অনুসরণ করা উচিত।
মিঠুনের অভিযোগ, কুণাল রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বারবার ‘ভিত্তিহীন ও কুরুচিকর’ মন্তব্য করেছেন। বিশেষ করে তাঁকে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত করা, ছেলে ধর্ষণ মামলায় জড়িত বলে প্রচার করা, এমনকি স্ত্রীকেও আর্থিক লেনদেনে যুক্ত বলে দাবি করা সবকিছুই মিথ্যা বলে দাবি করেছেন বিজেপি নেতা। তাই তাঁর মর্যাদা রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
অন্যদিকে, কুণাল ইতিমধ্যেই নথিপত্র গোছাতে শুরু করেছেন। সারদা ও রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে মিঠুনের লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করে সাজাচ্ছেন বলে জানিয়েছেন কুণাল। পাশাপাশি পুরনো সম্পর্কের কথাও তুলেছেন। কুণালের কথায়, একটা সময়ে ‘মিঠুনদা’ ছিলেন তাঁর দাদার মতো। কিন্তু এখন যে তিক্ততা উনি বাড়াচ্ছেন, তার জবাব কোর্টেই দেবেন।