পরীক্ষা শুরু হবে বেলা ১২ টা থেকে। তবে তার দু'ঘণ্টা আগেই দ্বিতীয় এসএলএসটির (নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক) প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) এবং তারপরের রবিবার (১৪ সেপ্টেম্বর) দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, একেবারে খুঁটিনাটি পরীক্ষা করা হবে প্রার্থীদের। তারপর তাঁদের পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে স্পষ্টভাবে কমিশনের তরফে জানানো হয়েছে।
তারইমধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কত শূন্যপদ আছে, সেই তালিকাও প্রকাশ করেছে কমিশন। কোন শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা কত, সেটাও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সহকারী শিক্ষকের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ৩৫,৭২৬।
আরও পড়ুন: SSC পরীক্ষার দিনেও পুরো ব্লু লাইনে মেট্রো চলবে না? বড় ঘোষণা, কখন পরিষেবা শুরু?
নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগের শূন্যপদ
১) বাংলা (স্নাতক): ৩,০২৪।
২) ইংরেজি (স্নাতক): ৩,৩৩৬।
৩) হিন্দি (স্নাতক): ৪৭১।
৪) উর্দু (স্নাতক): ১৮৪।
৫) অঙ্ক (স্নাতক): ৩,৯২২।
৬) ইতিহাস (স্নাতক): ২,১৪৯।
৭) ভূগোল (স্নাতক): ১,৮৪০।
৮) জীবনবিজ্ঞান (স্নাতক): ৩,৯১১।
৯) ভৌতবিজ্ঞান (স্নাতক): ৪,৩৫২।
১০) তেলুগু (স্নাতক): ৬।
১১) নেপালি (স্নাতক): ১৭।
১২) মোট শূন্যপদ: ২৩,২১২।
আরও পড়ুন: শূন্যপদ ৮৪৭৭, অবশেষে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ শুরু হচ্ছে, কবে থেকে আবেদন?
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে নিয়োগের শূন্যপদ
১) অ্যাকাউন্টেন্সি (স্নাতকোত্তর): ১৭৮।
২) কৃষি (স্নাতকোত্তর): ১।
৩) অ্যাগ্রোনমি (স্নাতকোত্তর): ৪০।
৪) অ্যানথ্রোপলজি (স্নাতকোত্তর): ১২।
৫) আরবিক (স্নাতকোত্তর): ৩১।
৬) বাংলা (স্নাতকোত্তর): ৩৯০।
৭) বায়োলজিক্যাল সায়েন্স (স্নাতকোত্তর): ৯১৯।
৮) কেমিস্ট্রি (স্নাতকোত্তর): ১,১৯৪।
৯) কমার্স (স্নাতকোত্তর): ৬২২।
১০) কম্পিউটার অ্যাপ্লিকেশন (স্নাতকোত্তর): ২৬৩।
১১) কম্পিউটার সায়েন্স (স্নাতকোত্তর): ২১৫।
১২) ইকোনমিক্স বা অর্থনীতি (স্নাতকোত্তর): ৫০৬।
১৩) এডুকেশন (স্নাতকোত্তর): ১,১৪৭।
১৪) ইংরেজি (স্নাতকোত্তর): ৫৯৪।
১৫) পরিবেশবিদ্যা (স্নাতকোত্তর): ৪৩।
১৬) ভূগোল (স্নাতকোত্তর): ৪৬৩।
১৭) হিন্দি (স্নাতকোত্তর): ৩৩।
১৮) ইতিহাস (স্নাতকোত্তর): ৫৭২।
১৯) হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং (স্নাতকোত্তর): ৮১।
২০) হোম সায়েন্স (স্নাতকোত্তর): ১।
২১) অঙ্ক (স্নাতকোত্তর): ৭৮৫।
২২) মিউজিক (স্নাতকোত্তর): ৩২।
২৩) নেপালি (স্নাতকোত্তর): ১।
২৪) নিউট্রিশন (স্নাতকোত্তর): ২৭৩।
২৫) পার্সিয়ান (স্নাতকোত্তর): ১।
২৬) ফিলোজফি (স্নাতকোত্তর): ১,১৬১।
২৭) ফিজিক্যাল এডুকেশন (স্নাতকোত্তর): ১৬।
২৮) ফিজিক্স (স্নাতকোত্তর): ৮৮১।
২৯) পলিটিক্যাল সায়েন্স (স্নাতকোত্তর): ১,৩৭৩।
৩০) সাইকোলজি (স্নাতকোত্তর): ২২।
৩১) সংস্কৃত (স্নাতকোত্তর): ৫০২।
৩২) সাঁওতালি (স্নাতকোত্তর): ৪৩।
৩৩) সোশিয়োলজি (স্নাতকোত্তর): ৮২।
৩৪) স্ট্যাটিস্টিক্স (স্নাতকোত্তর): ১৯।
৩৫) উর্দু (স্নাতকোত্তর): ১৭।
৩৬) ভিস্যুয়াল আর্টস (স্নাতকোত্তর): ১।
৩৭) মোট শূন্যপদ: ১২,৫১৪।
(বিশেষ দ্রষ্টব্য: স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রদত্ত শূন্যপদের হিসাব, কমিশন যে হিসাব দিয়েছে, সেটাই তুলে ধরা হয়েছে।)
আরও পড়ুন: রাজ্যে প্রায় ২,০০০ পদে সরকারি শিক্ষক নিয়োগ! কবে থেকে আবেদন শুরু? কতদিন চলবে?
কী কী জিনিস সঙ্গে রাখতে পারবেন?
১) অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র।
২) নীল বা কালো কালির পেন।
৩) স্বচ্ছ বোতলে পানীয় জল।