রক্তদান শিবির ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূল ছাত্র পরিষদের অন্তর্দ্বন্দ্ব। নন্দীগ্রামে আসন্ন একটি রক্তদান কর্মসূচিকে কেন্দ্র করে সরাসরি থানায় অভিযোগ দায়ের করলেন জেলা টিএমসিপি সভাপতি প্রসেনজিৎ দে। অভিযুক্ত স্থানীয় ছাত্রনেতা আসিফ ইকবাল। এই ঘটনাকে ঘিরে ব্লক বনাম জেলা নেতৃত্বের দ্বন্দ্ব ফের স্পষ্ট হল।
আরও পড়ুন: শিলিগুড়ি কলেজে TMCP-র গোষ্ঠী সংঘর্ষ, ৪ নেতাকে শোকজ, ভাঙা হল ইউনিট কমিটি
জানা যাচ্ছে, আগামী ৯ সেপ্টেম্বর নন্দীগ্রামের সীতানন্দ কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কর্মসূচির ব্যানার ইতিমধ্যেই কলেজ গেটের বাইরে টাঙানো হয়। কিন্তু, ওই ব্যানার লাগানো নিয়েই বিস্তর বিতর্ক শুরু হয়। জেলা সভাপতি প্রসেনজিৎ দে অভিযোগ করেন, টিএমসিপি-র নাম ও লোগো ব্যবহার করে এলাকায় চাঁদা তোলা হচ্ছে। তাঁর বক্তব্য, তিনি জেলার দায়িত্বে রয়েছেন। রাজ্য সভাপতির সঙ্গে পরামর্শ করেই থানায় লিখিত অভিযোগ করেছেন। ছাত্র পরিষদের নামে টাকা তোলাবাজি হতে পারে না।
তবে স্থানীয় ছাত্র নেতা আসিফ ইকবালের ঘনিষ্ঠ শেখ বুলেট একেবারেই ভিন্ন দাবি তুলেছেন। তাঁর কথায়, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে কোনও বেআইনি চাঁদাবাজির যোগ নেই। অভিযোগের কারণ জেলা সভাপতি নিজেই ভাল বলতে পারবেন।
অন্যদিকে, সীতানন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি তথা নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের গোটা বিতর্ককে গোষ্ঠী কোন্দল বলে মানতে নারাজ। তাঁর দাবি, প্রতি বছরই প্রাক্তন ছাত্র-ছাত্রীরা কলেজ গেটের বাইরে রক্তদান শিবির আয়োজন করে। এ বছরও তাই হয়েছে। এখানে কোনও অনিয়ম হয়নি। জেলা সভাপতি রাজনৈতিক অভিজ্ঞতায় অনভিজ্ঞ বলেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে বিরোধী শিবির সুযোগ হাতছাড়া করতে নারাজ। এবিভিপি নেতা সুজন ভূঁইয়া কটাক্ষ করে বলেন, নন্দীগ্রামে টিএমসিপি দীর্ঘদিন ধরেই তোলাবাজি চালাচ্ছে। আজ তাদের নিজেদের মধ্যেই ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। অভিযোগও সেই কারণেই।