সম্প্রতি গণেশ চতুর্থীর উৎসবে ভারতীয় ক্রিকেটের তারকা খেলোয়াড় রোহিত শর্মার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তিনি গণপতি বাপ্পার দর্শন করতে গিয়েছেন এবং তাঁর ভক্তরা তাঁকে দেখে ‘মুম্বই কা রাজা’ বলে স্লোগান দিচ্ছেন। এই স্লোগান শুনে রোহিত বিনম্রভাবে হাত জোড় করে ভক্তদের স্লোগান বন্ধ করার জন্য অনুরোধ করেন। ভগবানের সামনে তাঁর নামে স্লোগান তোলায় স্বাভাবিকভাবেই বিব্রত হন তিনি। পাশাপাশি স্থানটি ছিল ধর্মীয় স্থান। হাতজোড় করে অনুরোধ করে পক্ষাতরে বুঝিয়ে দেন, সেখানে শুধুমাত্র ভগবান গণেশের মহিমা কীর্তন করা উচিত।
আরও পড়ুন - তেহট্টে খুন ৯ বছরের শিশু, পুকুরে মিলল দেহ, উত্তেজিত জনতার মারে মৃত্যু ২ পড়শির
ভাইরাল সোশাল মিডিয়ায়
ভাইরাল ভিডিয়োটি দ্রুতই সবার মন জয় করে নেয়। নেটিজেনরা রোহিত শর্মার এই আচরণকে অত্যন্ত সম্মানজনক এবং বিনয়ী বলে প্রশংসা করছেন। অনেকেই কমেন্টে লেখেন, ‘মাটিতে পা রেখে চলা একটি মানুষ’ তাঁর এই কাজকে অনেকে ‘সাধারণ মানুষের মতো আচরণ’ হিসেবে দেখছেন। রোহিত যখন ভিড়ের মধ্যে গণেশ মণ্ডপে পৌঁছন, তখন ভক্তদের উচ্ছ্বাস চরমে পৌঁছায়। কিন্তু নিজের জন্য জয়ধ্বনি না চেয়ে তিনি ঈশ্বরের প্রতি সম্মান দেখিয়েছেন। যা বহু মানুষের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
আরও পড়ুন - পুজোয় ভিআইপি রোডের যানজট কমাতে নতুন ব্রিজ! কোথায়? কবে থেকে চালু?
কী বলছেন নেটিজেনরা?
ভিডিয়োতে দেখা যায়, রোহিত শর্মা প্রথমে ভক্তদের দিকে হাত তুলে ইশারা করেন এবং তারপর হাতজোড় করে তাদের শান্ত হতে বলেন। এরপর তিনি শ্রদ্ধার সঙ্গে গণপতির সামনে প্রার্থনা করেন। তারকাখ্যাতি সত্ত্বেও রোহিত শর্মা তাঁর বিনয়ী মনোভাব সকলের মন জয় করে নেয়। তাঁর এই আচরণ ক্রিকেটপ্রেমী এবং সাধারণ মানুষ—উভয়ের কাছেই তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।