নোবেলের স্ত্রী হওয়ার দরুন বারবার সালসাবেল মেহমুদকে শুনতে হয়েছে একাধিক কটাক্ষ। তবে বহুদিন হলো তিনি নোবেলের থেকে আলাদা থাকেন। কিছুদিন আগে নোবেল যখন একটি মেয়েকে বাড়িতে আটকে রেখে নিগ্রহ করেন, তখনও সেই বিষয় নিয়ে সরাসরি মন্তব্য প্রকাশ করেননি সালসাবেল।
সালসাবেল সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে লিখেছিলেন, 'আমার বক্তব্য হিসেবে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ছড়িয়ে পড়েছে। কিন্তু আমি সেসব বলিনি। মোবাইল এবং প্রযুক্তির যুগে কাউকে ৭ মাস ধরে আটকে রাখার মতো অভিযোগ অত্যন্ত হাস্যকর। একই সঙ্গে বাস্তব বিরুদ্ধ এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর।' ব্যস এইটুকুই বলেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
এবার সমাজ মাধ্যমে একটি বড় ঘোষণা করলেন নোবেলের প্রাক্তন স্ত্রী। নোবেলের থেকে দূরে গিয়ে আবার তিনি পড়াশোনায় মন দেন। ফলস্বরূপ সম্প্রতি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। সমাজ মাধ্যমে সেই খবরই সকলের সঙ্গে ভাগ করে নিলেন সালসাবেল।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সালসাবেল লেখেন, ‘২০১৯ সাল থেকে অনেক কিছু সহ্য করেছি। বহু বাধা-বিপতি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। তারপরেও যে আমি পড়াশোনা শেষ করতে পেরেছি তাতেই আমি ভীষণ খুশি। এটা আমার জীবনের পরমপ্রাপ্তি।’
আরও পড়ুন: নতুন রূপে আসছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’, অনুষ্ঠানে এসেই বড় সিদ্ধান্ত কোয়েল, নিলেন অপারেশনের দায়িত্ব
আরও পড়ুন: এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রনজয়-দেবাদৃতা-মানালি, কোথায় দেখা যাবে তাঁদের?
তবে নোবেলের থেকে বিবাহ বিচ্ছেদের পর আবার কি বিয়ে করার ইচ্ছে আছে সালসাবেলের? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়োয় যখন এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে, তখন তিনি হাসিমুখেই বলেন, ‘হ্যাঁ বিয়ে করতেই পারি। তবে পাত্রকে আমার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে হবে।’
সালসাবেলের এই মন্তব্য শুনে স্পষ্ট তিনি আবার নতুন করে ঘর বাঁধতে চান। সংসার করতে চান তিনি। এদিকে কিছুদিন আগেই এক তরুণীকে যৌন নির্যাতন করার অপরাধে হাজতবাস করতে হয়েছিল নোবেলকে। পরবর্তীকালে যখন জানা যায় সেই তরুণী অন্তঃসত্ত্বা, তখন তরুণীকে বিয়ে করার শর্তে জামিন পান নোবেল। আপাতত সেই তরুণীকে নিয়েই ঘর করছেন তিনি।