বড়পর্দার নায়িকারা আবার একের পর এক ফিরে আসছেন ছোট পর্দায়। কিছুদিন আগেই মধুমিতা ঘোষের ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এল রনিতা দাসের নতুন ধারাবাহিকের প্রমো।
স্টার জলসার পর্দায় আসতে চলেছে ‘ও মন দরদিয়া’। ধারাবাহিকে একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে। রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা। ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
প্রমো প্রসঙ্গে
ধারাবাহিকের যে প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, গণেশ পুজোর দিন গর্ভবতী রনিতা বাড়ির সামনে বসে ঈশ্বরকে স্মরণ করছেন। ঠিক সেই সময় বাড়িতে হানা দেয় বেশ কয়েকজন লোক। রনিতার স্বামীর খোঁজ করতে সে ঘরে গিয়ে দেখেন তার স্বামী সবকিছু গুছিয়ে চম্পট দেওয়া তালে রয়েছে।
রনিতার স্বামী অর্থাৎ ফাহিম যে একজন অসৎ ব্যক্তি, সেটা প্রমো দেখেই স্পষ্ট হয়ে যায়। বাড়িতে গর্ভবতী স্ত্রীকে রেখেই পালিয়ে যায় সে। ঠিক সেই সময় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন রনিতা। শিশুকে বাঁচানোর জন্য রাস্তায় একাই ছুটতে থাকে্ন তিনি।
ছুটতে ছুটতে আচমকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় অজ্ঞান হয়ে যান অভিনেত্রী। ঠিক সেই সময় গাড়ি থেকে বেরিয়ে আসেন বিশ্বজিৎ। হাসপাতালে জ্ঞান ফিরতে রনিতা জানতে পারেন, কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, সেই ব্যক্তি সমস্ত বিলও মিটিয়ে দিয়েছেন।
এই ভাবেই শেষ হয় ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকের প্রথম প্রমো। তবে কবে থেকে এবং কোন সময় এই ধারাবাহিকটি দেখানো হবে তা জানা যায়নি। দর্শকদের মনে প্রশ্ন, তাহলে কোনও ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আগামী দিনে?
আরও পড়ুন: নতুন রূপে আসছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’, অনুষ্ঠানে এসেই বড় সিদ্ধান্ত কোয়েল, নিলেন অপারেশনের দায়িত্ব
আরও পড়ুন: এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রনজয়-দেবাদৃতা-মানালি, কোথায় দেখা যাবে তাঁদের?
প্রমোর কমেন্ট বক্সে কেউ লিখেছেন, আগামী দিনে হয়তো ‘গীতা এলএলবি’ শেষ হয়ে যাবে। কেউ আবার ‘চিরসখা’ ধারাবাহিকের শেষ হওয়ার দাবি জানিয়েছে। তবে যাই হোক না কেন, বহুদিন বাদে বাহামনিকে আবার ছোটপর্দায় দেখে ভীষণ খুশি দর্শকরা।
প্রসঙ্গত, বিশ্বজিৎ ‘খেলনা বাড়ি’, ‘মালা বদল’, ‘কে আপন কে পর’ সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। অন্যদিকে ফাহিম মির্জা অভিনয় করেছেন ‘ইচ্ছে পুতুল’, ‘ফুলকি’, ‘ভুতু’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে। রনিতা দাস নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। ছোট পর্দায় রনিতা পরিচিত ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের বাহামনি চরিত্রে। এবার আবার ছোটপর্দায় ফিরে এলেন অভিনেত্রী।