বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, সুনীতা এবং গোবিন্দার নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তবে সুনীতা আহুজা বা গোবিন্দা কেউই এই বিষয়ে কোনও মুখ খোলেননি প্রথম দিকে। এখন কালার্সের রিয়েলিটি শো 'পতি পত্নী অর ওহ'-তে সুনীতা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে ৪০ বছর একসঙ্গে কাটানো একটা স্বাভাবিক বিষয়।
আরও পড়ুন: 'চমকটা বরং ধরে রাখি…', শাহরুখ খানের ‘কিং’-এর লুক ভাইরাল না করার অনুরোধ নায়কের টিমের!
আরও পড়ুন: কমল পরশুরামের নম্বর, এগিয়ে এল পরিণীতা! হাল খারাপ চিরসখার-রানী ভবানীরও, টিআরপি টপার কে?
সুনীতা এই সময় ভুল নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক মানুষই ভুল থাকে, কিন্তু সব কিছুরই একটা সময় থাকে। অভিনেতা অভিষেক কুমার সুনীতা আহুজাকে বলেন, ‘আপনার এবং গোবিন্দাজির সম্পর্কে নানা খবর রটছে। অনেকেই আপনাদের নিয়ে নানা গুজব ছড়াচ্ছেন। আপনি সেই সব মানুষদের কী বলতে চান?’ এই প্রশ্নের উত্তরে সুনীতা ভুল নিয়ে কথা বলেন।
আরও পড়ুন: সন্তানকে নিয়ে একা লড়াই রনিতার, পাশে থাকবে বিশ্বজিৎ, আসছে ‘ও মন দরদিয়া’
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
সুনীতা আহুজা কী বললেন?
সুনীতা বললেন, ‘৪০ বছর কাটানো কি সহজ কাজ? প্রত্যেক মানুষই ভুল করে। সব কিছুরই একটা নির্দিষ্ট বয়স থাকে। আমি আমার যৌবনে এটা করেছিলাম, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার এত বড় সন্তান আছে, তখন একজন মানুষ কীভাবে ভুল করতে পারে?’
আরও পড়ুন: 'পৃথিবীর সব থেকে ধনী নারী...', রুবেলের জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন শ্বেতা?
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
প্রসঙ্গত, বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই গোবিন্দা এবং স্ত্রী সুনীতা তাঁদের বাড়িতে একসঙ্গে গণেশ পুজো করেছিলেন। এই সময় সুনীতা বলেছিলেন, ‘আজ আমরা একে অপরের এত কাছে। যদি কিছু ঘটত, তাহলে কি আমরা এত কাছে থাকতাম? আমরা অনেক দূরে থাকতাম। কেউ আমাদের আলাদা করতে পারবে না, উপর থেকে দেবতা আসুক, অথবা শয়তান আসুক। কেউ আমাদের আলাদা করতে পারবে না।’