কিছুদিন আগে শাহরুখ খানের একটি ছবি ফাঁস হয়েছিল যেখানে তাঁকে পাকা চুলে দেখা যাচ্ছিল। ছবিটি আসলে তাঁর আসন্ন ছবি 'কিং'-এর লুক। যা ফাঁস হয়ে যাওয়ায় শাহরুখ এবং তাঁর টিম বেশ বিরক্ত। এবার শাহরুখের টিম এবং ম্যানেজার পূজা দাদলানি ভক্তদের কাছে অনুরোধ করেছেন তাঁরা যেন নায়কের এই লুকটি ভাইরাল না করেন। কারণ এরপর নায়কের পক্ষ থেকে একটি বড় ঘোষণা অপেক্ষা করছে।
আরও পড়ুন: কমল পরশুরামের নম্বর, এগিয়ে এল পরিণীতা! হাল খারাপ চিরসখার-রানী ভবানীরও, টিআরপি টপার কে?
আরও পড়ুন: 'পৃথিবীর সব থেকে ধনী নারী...', রুবেলের জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন শ্বেতা?
এই মর্মে তাঁরা একটা বিবৃতিও জারি করেন। তাঁদের আনুষ্ঠানিক বিবৃতিতে লেখা ছিল, 'আমরা সকলকে অনুরোধ করছি শাহরুখের সর্বশেষ লুকের ছবি এবং ভিডিয়ো শেয়ার না করার জন্য। আসুন আমরা ম্যাজিকটা ধরে রাখি। একসঙ্গে একটা বড় কিছুর জন্য অপেক্ষা করি। শাহরুখ এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটা প্রকাশ না করা পর্যন্ত এই চমকটা আমরা বরং ধরে রাখি। ধন্যবাদ।'
আরও পড়ুন: সন্তানকে নিয়ে একা লড়াই রনিতার, পাশে থাকবে বিশ্বজিৎ, আসছে ‘ও মন দরদিয়া’
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
প্রসঙ্গত, বৃহস্পতিবার, একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় ‘কিং’ ছবির সেট থেকে ছবি পেয়েছেন বলে দাবি করেন। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল: ‘SRK spotted on the sets of King’। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট পরে, ধূসর চুল এবং কালো চশমা পরে একটি McDonald's রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন।
কিং ছবির প্রসঙ্গে বলতে গেলে, ২০২৩ সালের পর এটি শাহরুখের প্রথম ছবি হতে চলেছে। তাঁকে শেষবার 'ডাংকি' ছবিতে দেখা গিয়েছিল। ‘কিং’ ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা।
উল্লেখ্য, কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে, শাহরুখ খান জাতীয় পুরস্কার পাবেন। এই প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, 'জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত যা আমি সারা জীবন লালন করব। জুরি, চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ, যাঁরা মনে করেছেন যে, আমি এটির যোগ্য। আমি শীঘ্রই প্রেক্ষাগৃহে ফিরে আসব।'