‘পাঞ্জাব স্ট্রং, নিশ্চয়ই এই পরিস্থিতি সামলে উঠতে পারবে।’ সম্প্রতি পাঞ্জাবের ভয়াবহ বন্যা পরিস্থিতি। আর তা নিয়েই ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যসভার সাংসদ হরভজন সিং বললেন এমন কথা। পাশাপাশি সেখানকার মানুষের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভূমিপুত্র। তাঁর মতে, পাঞ্জাবের ইতিহাসে ১৯৮৮ সালের পর এমন ভয়ংকর বন্যা আর দেখা যায়নি। তিনি বর্তমান পরিস্থিতিকে পাঞ্জাবের জন্য 'অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন একটি সাক্ষাৎকারে।
আরও পড়ুন - নির্ধারিত সময় শুরু হবে না এশিয়া কাপের ম্যাচ! ভারত-পাক মহারণ কখন?
কৃষকদের নিয়ে কী বললেন হরভজন?
পাঞ্জাবের বন্যার কারণে বিধ্বস্ত হচ্ছে সেখানের কৃষিকাজও। হরভজন সিং তাঁর কথাও পাঞ্জাবের সেই চিত্রও তুলে ধরেছেন। তিনি বলেন, হাজার হাজার একর ফসলি জমি জলের তলায় চলে গিয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে বহু গ্রাম। প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এই দিন তাঁর মুখে শোনা যায় কৃষকদের কথাও। কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, পাঞ্জাব ভারতের 'ফুড বোল' বা শস্যভান্ডার হিসেবে পরিচিত। কিন্তু এই বন্যায় কৃষকদের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। গোটা দেশের খাদ্য ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন - সপাটে শ্রীসন্থকে চড় হরভজনের! ১৭ বছর পর পুরো ভিডিয়ো ফাঁস ললিত মোদীর
দেশবাসীকে কী বার্তা হরভজনের?
এই কঠিন পরিস্থিতিতে পাঞ্জাবের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন হরভজন। তাঁর কথায়, পাঞ্জাবের মানুষ সব সময় দেশের যে কোনও সংকটে সবার আগে এগিয়ে এসেছে। এখন সময়, পুরো দেশ পাঞ্জাবের পাশে দাঁড়ানোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী এই বন্যাকে 'জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হওয়ার কথাও বলেন তিনি।