শনিবার ৮৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক বিক্রম ভাটের মা। পরিচালকের মা বর্ষা ভাট দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ। বয়সজনিত কারণেই অবশেষে মৃত্যু হয় তাঁর।
শনিবার দুপুর ২ টোয় ভারসভার শ্মশানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে পরিচালকের মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত পরিচালক বা পরিবারের অন্য কারও তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে এইটুকু জানা গিয়েছে, ঘনিষ্ঠদের উপস্থিতিতেই শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বিক্রম ভাটের বাবা প্রবীন ভাট ছিলেন বলিউডের একজন ভারতীয় চিত্রগ্রাহক, পরিচালক ও চিত্রনাট্যকার যিনি হিন্দি বহু চলচ্চিত্রে কাজ করেছেন। সড়ক (১৯৯১), অগ্নিপথ (১৯৯০), আশিকি (১৯৯০), হাম হ্যায় রাহি পেয়ার কে (১৯৯৩), এবং দিল হ্যায় কি মানতা নাহি (১৯৯১) এর মতো হিট সিনেমায় কাজ করেছেন তিনি।
বিক্রম ভাট সম্পর্কিত
বিক্রম ভাট পরিচালক মুকুল আনন্দের প্রথম ছবি "কানুন কেয়া করেগা"-তে সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেন, যার মধ্যে আমির খান এবং রানি অভিনীত ‘গুলাম’ ও ছিল, যা বক্স অফিসে সাফল্য পায়।
২০০৮ সালে, বিক্রম ভাট ভৌতিক ধারায় ফিরে আসেন এবং ‘১৯২০’, ‘শাপিত’ এবং ‘হন্টেড - থ্রিডি’-র মতো সফল ছবি উপহার দেন। ২০১০ সালে তিনি ‘হন্টেড - থ্রিডি’-র মাধ্যমে ভারতে স্টেরিওস্কোপিক থ্রিডি প্রযুক্তি চালু করেন, যা সেই সময়ের সর্বোচ্চ আয়কারী হিন্দি ভৌতিক ছবি হয়ে ওঠে।
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
বছরের পর বছর ধরে, তিনি তাঁর ভৌতিক ফ্র্যাঞ্চাইজি যেমন রাজ, ১৯২০-এর জন্য পরিচিত হয়ে উঠেছেন। পরিচালকের আসন্ন প্রকল্পের নাম Haunted: Ghosts of the Past। মিমো চক্রবর্তী অভিনীত এই ছবিটি ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।