রাকেশ রোশনের ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য শৈশবের বেশ কিছু অদেখা ছবি পোস্ট করলেন অভিনেতা হৃতিক রোশন। সঙ্গে ক্যাপশনে বাবাকে সেরা শিক্ষক বলে অভিহিত করেন অভিনেতা। এক নজরে দেখে নেওয়া যাক, হৃতিক কি কি ছবি পোস্ট করেছেন বাবার জন্মদিনে।
ছবিতে দেখা যাচ্ছে, তরুণ হৃতিক বাবার সঙ্গে দাঁড়িয়ে কাজ শিখছে। ঘরে বসে আড্ডা মারছে বাবার সঙ্গে। একটি ছবিতে আবার ছোট্ট হৃতিককে কেক কাটতে দেখা যায় বাবার সঙ্গে লালিত হন তিনি।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন বাবা। জীবন যখন কঠিন হয়ে উঠেছিল, তখন শুধু নিজের ঘরকেই আপন বলে মনে হত। বছরের পর বছর আমি কঠিন পরিস্থিতিতে তোমাকে সংগ্রাম করতে দেখেছি, আমি জানি তুমিও দেখেছো।’
বাবাকে ‘সেরা শিক্ষক’ বলে অভিহিত করে হৃতিক লেখেন, ‘আমার ভেতরের যোগ্যতাকে আবিষ্কার করে সঠিক দিশা দেখানোর জন্য ধন্যবাদ। আজ আমি যে ভারসাম্য বজায় রেখে জীবনে চলতে পারছি, তার সবটাই তোমার জন্য। আমি যেমন পরিপূর্ণ নই তেমন একেবারে খালিও নই।’
অভিনেতা লেখেন, ‘তোমাকে নিয়ে আমি সবসময় গর্বিত বোধ করি। কঠিন পথ অতিক্রম না করলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমাকে খুব ভালোবাসি।’
রাকেশ রোশনের হাত ধরেই প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন হৃতিক। ২৫ বছর আগে ‘কহো না পেয়ার হে’ ছবির হাত ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছিল একজন হ্যান্ডসাম অভিনেতাকে। আগামী দিনে ‘কৃষ ৪’ পরিচালনা করে প্রথম পরিচালকের আসনে বসবেন তিনি। আগামী বছরের শুরুতে শুরু হবে ছবির শ্যুটিং।
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
হৃতিককে শেষ দেখা গিয়েছিল অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ ছবিতে। এই ছবিতে আরও অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি, আশুতোষ রানা এবং অনিল কাপুর। গত মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে ভালো ফল করেনি, ৪০০ কোটি টাকার বাজেটের মধ্যে বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার কিছু বেশি আয় করে ।