হুগলির সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা স্বপ্ন হয়ে রয়ে গিয়েছিল। সেই ব্যর্থতার ক্ষত এখনও রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়। তবে সেই শূন্যস্থান পূরণে এবার এগিয়ে এল সুগন্ধা। জেলার এই এলাকাতেই শুরু হতে চলেছে ইলেকট্রিক চারচাকা গাড়ির উৎপাদন। শনিবার নতুন কারখানার উদ্বোধন করে এ কথা জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ন্যানো না হলেও, হুগলি এবার নতুন স্বপ্ন পূরণের পথে। এই কারখানা চালু হলে এলাকার অর্থনীতির মানচিত্র পাল্টে যাবে। হাজার হাজার যুবক-যুবতী কাজের সুযোগ পাবে।
আরও পড়ুন: ‘মমতা ট্রিগার টিপে দেওয়ায়’ সিঙ্গুর ছেড়েছিলেন রতন টাটা, আজ শোকপ্রকাশ সেই ‘এম’-র
এই নতুন প্রকল্পের উদ্যোক্তা ‘সাইনাসোর’ কোম্পানি। সংস্থা জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকেই বাজারে আসবে তাদের প্রথম ইলেকট্রিক চারচাকার গাড়ি। কুণাল ঘোষের দাবি, রাজ্য সরকার এই প্রকল্পে সবরকম সহায়তা দেবে, যাতে দ্রুত উৎপাদন শুরু হয় এবং বাজারে গাড়ি পৌঁছয়। একই দিনে সংস্থার পক্ষ থেকে নতুন ইলেকট্রিক থ্রি হুইলার মডেল টিফোজ-এর আনুষ্ঠানিক উদ্বোধনও হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং উজ্জ্বল বিশ্বাস। সংস্থার তরফে জানানো হয়েছে, থ্রি হুইলার বাজারে বিদ্যমান মডেলের তুলনায় অনেক সস্তা। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজাইন আধুনিক, দাম তুলনামূলকভাবে কম। দ্রুত সারা বাংলায় ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
ইতিমধ্যেই সাইনাসোর কোম্পানি বিএলডিসি ফ্যান উৎপাদন করে বাজারে নজর কেড়েছে। এবার চারচাকা ও থ্রি হুইলার নিয়ে বড় পদক্ষেপে নেমেছে সংস্থা। তাদের দাবি, নতুন ইলেকট্রিক গাড়ি গুণগত মানে কোনও আপস করবে না। ব্যাটারি প্রযুক্তি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে একবার চার্জে অন্তত ১৮ ঘণ্টা চলবে গাড়ি। সমস্ত ধাপের পরীক্ষা সম্পূর্ণ করে সরকারি অনুমোদন নিয়েই বাজারে নামানো হবে নতুন মডেল।রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ন্যানোর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কি এবার হুগলি সত্যিই নতুন শিল্প অধ্যায়ের সাক্ষী হতে চলেছে? সিঙ্গুরে যে স্বপ্ন ভেঙে গিয়েছিল, সুগন্ধা কি সেই আক্ষেপ কিছুটা হলেও মুছে দেবে?