চলতি বছরের গোড়ার দিকে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন অভিনেত্রীর শ্রীমা ভট্টাচার্য। মোটের ওপর বেড়ানো ভালো হলেও সেখানে পায়ের চোট পেয়েছিলেন তিনি। কিছু মাস আগে শ্যুটিং চলাকালীন যে পায়ে আঘাত পেয়েছিলেন, সেই পায়েই আবার চোট পেয়ে দেশে ফিরেই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল অভিনেত্রীকে।
যদিও আপাতত অনেকটাই সুস্থ তিনি। জোরকদমে শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর আগামী ছবি ‘মেড ইন কলকাতা’ ছবির কাজ। শ্যুটিংয়ের ফাঁকেই তিনি তুলে ধরলেন থাইল্যান্ড ট্রিপের একাধিক ছবি। ওই কিছুটা স্মৃতিচারণ আর কি।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
একটি ফ্লোরাল ড্রেসে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের বেশ কিছু ছবিও তুলে ধরেছেন তাঁর পোস্টে। বিদেশের রেস্টুরেন্টের ছবি হোক অথবা সেখানকার স্থানীয় পাখির ছবি, সবকিছুই স্থান পেয়েছে অভিনেত্রীর পোস্টে।
তবে ছবিগুলি যতটা না আকর্ষণ করেছে মানুষকে তার থেকে অনেক বেশি আকর্ষণ করেছে অভিনেত্রীর ক্যাপশন। পোষ্টের ক্যাপশনে শ্রীমা লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রায় নিজেকে হারিয়ে দিতে পেরে আমি সক্ষম। তবে আমি এখনও হতাশ, ওকে জানু অথবা যাব উই মেট ছবির আদিত্যকে এখনও পেলাম না। শুধু স্বপ্নই দেখে গেলাম।’
তিনি আরও লিখেছেন, ‘কোনও আদিত্য ক্ষতিগ্রস্ত হয়নি এই ক্যাপশনের জন্য।’ অভিনেত্রীর এই পোস্টে যেমন কিছু মানুষ তাঁর সৌন্দর্যে তারিখ করেছেন আবার কিছু নেটিজেন ক্যাপশন দেখে হাসির ইমোজি দিয়েছেন।
প্রসঙ্গত, বেদের মেয়ে জোৎস্না, জামাই রাজা, গাঁটছড়া, জয় জগন্নাথ, নাগলীলা সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। ‘বসু পরিবার’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
উল্লেখ্য, মৈনাক ভৌমিক পরিচালিত ছবিতে অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়, অঙ্গনা রায়, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেনগুপ্ত, মেঘা চৌধুরী, শ্রীমা ভট্টাচার্য, শিঞ্জিনি চৌধুরী, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতিন চট্টোপাধ্যায় এবং নন্দিনী চট্টোপাধ্যায়।
গত শুক্রবার অর্থাৎ ২৯ অগস্ট সম্পন্ন হয়েছে ছবি শুভ মহরত। আগামী সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। সারা কলকাতার অলিতে গলিতে চলবে এই ছবির শ্যুটিং। তবে ছবিটি তৈরি হলেও এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে নাকি ডিজিটাল প্লাটফর্মে, সেটা এখনো ঠিক করেননি মৈনাক।