বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ফের বিতর্কে তৃণমূল নেতা। মালতিপুরের তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি আবদুর রহিম বক্সীর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। শনিবার এনায়েতনগরে তৃণমূলের ডাকা প্রতিবাদ সমাবেশে তিনি দাবি করেন, এলাকায় বিজেপি করলে সামাজিক বয়কট করা হবে। শুধু তাই নয়, তিনি বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার আহ্বান জানান এবং বিজেপি সাংসদকে শারীরিকভাবে আক্রমণ করার হুমকিও দেন।
আরও পড়ুন: বিধানসভায় তুলকালাম, সাসপেন্ড ৪ BJP বিধায়ক, শংকরদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি
ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলা ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ওই সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব সহ জেলা পরিষদের সদস্যরা। বক্তৃতার সময় বক্সী শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে কড়া ভাষায় বলেন, যে বিজেপি বিধায়ক বাংলার শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করছেন, তাঁর গলায় এমনভাবে অ্যাসিড ঢেলে দেওয়া হবে, যাতে গলা বন্ধ হয়ে যায়। এরপরই তাঁর হুঁশিয়ারি, এলাকায় বিজেপি করা যাবে না। যারা বিজেপির রাজনীতি করবে, তাঁদের সামাজিকভাবে বয়কট করা হবে। বিজেপির পতাকা ছিঁড়ে ফেলতে হবে।
একই দিনে, চাঁচল থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই প্রসঙ্গ টেনেও বক্সী আক্রমণ শানান। তাঁর অভিযোগ, সাংসদের কর্মসূচি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি সাংসদকেও মারধরের হুমকি দেন। তৃণমূল বিধায়কের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের দাবি, এ ধরনের মন্তব্য প্রমাণ করে তৃণমূল নেতারা গণতান্ত্রিক শালীনতা বিসর্জন দিচ্ছেন এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন।
বিতর্কের জেরে সংবাদমাধ্যমের সামনে বক্সী দাবি করেন, তাঁর বক্তব্য অগণতান্ত্রিক নয়। তবে রাজনৈতিক মহলের মত, তাঁর মন্তব্য উত্তেজনাপূর্ণ এবং তা রাজনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করেছে। মালদার এই ঘটনাকে ঘিরে রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল বিধায়কের হুমকি ঘিরে বিরোধীরা রীতিমতো সরব হয়ে উঠেছে।