গাছে বেঁধে বেধড়ক মারধর থেকে নগ্ন করে ভিডিয়ো করা। এক মহিলার উপর নৃশংস অত্যাচারের ভিডিয়ো ঘিরে উত্তাল তামিলনাডু। সম্প্রতি তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুতির কাছে চার মহিলা মিলে এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে, মারধর করে এবং আংশিকভাবে বিবস্ত্র করে। পাশবিক নির্যাতনের এই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায় যা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
কী বলছে পুলিশ?
পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত সমস্যা ঘিরেই বচসা শুরু হয় প্রথমে। তার পর চারজন মিলে বেঁধে প্রচণ্ড মারধর করেন ওই মহিলাকে। আংশিক বিবস্ত্র করে তাঁর ভিডিয়োও করে ছড়িয়ে দেওয়া হয় সোশাল মিডিয়াতে। অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যেই এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিনজন পলাতক। এনডিটিভি সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ‘পলাতকদের খুঁজে বের করার জন্য আমরা বিশেষ দল গঠন করেছি। জমি সংক্রান্ত বিরোধই এর কারণ বলে মনে হচ্ছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে।’
আরও পড়ুন - ২৩ মাস বয়সী শিশুর মেরুদণ্ডে পুঁজ জমে ঘা! সার্জারি ছাড়াই, ক্যাথিটার ফেরাল জীবন
ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়োতে
একজন মহিলাকে এভাবে মারধরের নেপথ্যে কি জাতিগত বৈষম্য? পুলিশ এর উত্তরে বলে, ‘আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে সবটা স্পষ্ট হবে।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহিলাটিকে তার নিজের শাড়ি দিয়েই গাছের সঙ্গে বাঁধা হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি পুলিশ। চারজন মহিলা তাঁকে ঘিরে ধরে গালিগালাজ ও মারধর করছে। পাশাপাশি তাঁকে বিবস্ত্র করার চেষ্টা চলছিল। একজন মহিলাকে বলতে শোনা যায়, ‘তুমি কুকুরের সমান।’ অন্য একজনকে লাঠি হাতে প্রচণ্ড মারতে দেখা যায়। সম্পূর্ণ বিবস্ত্র হওয়া থেকে বাঁচার জন্য ওই মহিলা আক্রমণকারীদেরই একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন - রবিবারে SSC পরীক্ষায় কঠোর নিয়ম, কী করা যাবে, কী করা যাবে না? দেখে নিন একঝলকে
ফোন কেড়ে নেওয়ার চেষ্টা
প্রসঙ্গত, গোটা ভিডিয়োটি যিনি রেকর্ড করছিলেন, তিনি হামলাকারীদের সতর্ক করেন, জেলে যাওয়ার কথা বলে। কিন্তু তারপরেও তারা সতর্ক হননি। একজন বয়স্ক মহিলা সেই সময় তাঁর হাত থেকে ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। তবে ইতিমধ্যে একজন মহিলা এসে তাদের মাঝখানে হস্তক্ষেপ করেন। মহিলাটিকে অত্যাচারের থেকে বাঁচানোর চেষ্টা করেন।