পুজোয় ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য আরও উপভোগ করা যাবে। এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন সংযোজন। আলিপুরদুয়ারের মাঝেরডাবরিতে তৈরি হয়েছে দেশের সবচেয়ে উঁচু গ্লাস টাওয়ার। ৯৮ ফুট উচ্চতার এই টাওয়ার এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখান থেকেই উপভোগ করা যাবে ডুয়ার্সের সৌন্দর্য।
আরও পড়ুন: ডুয়ার্সে পুজোর আগে বন্ধ হল চা বাগান, অপর বাগান খোলার বার্তা
এই গ্লাস টাওয়ার থেকে চোখের সামনে ধরা দিচ্ছে গোটা ডুয়ার্সের বিস্তীর্ণ জঙ্গল, ভুটানের পাহাড়ি দৃশ্য এবং বক্সার অরণ্যের মনমুগ্ধকর সবুজ। টাওয়ারের ওপরে বসানো হয়েছে একাধিক বাইনোকুলার, রয়েছে বিশেষ সেলফি জোনও। একই সময়ে সর্বাধিক ২৫ জন পর্যটক এই টাওয়ারে উঠতে পারবেন। সেখানে দোলনায় বসে আকাশছোঁয়া উচ্চতা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ থাকছে, যদিও এর জন্য টিকিটের সঙ্গে আলাদা খরচ গুনতে হবে। টাওয়ারে পৌঁছতে চাইলে নিউ আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ার জংশন স্টেশনে নামতে হবে। সেখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মাঝেরডাবরিতে এই বিনোদন পার্কের অবস্থান। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০০ টাকা, আর টাওয়ারের ওপরের দোলনায় উঠতে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।
প্রথম দিন থেকেই টাওয়ার ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ছে। এই টাওয়ার ঘিরে এখন থেকেই পর্যটকদের ভিড় বাড়ছে সেখানে। বিনোদন পার্কের কর্ণধার অরিন্দম ঘোষ জানান, রাজগির ভ্রমণে গিয়ে গ্লাস ব্রিজে ওঠার ইচ্ছে পূর্ণ না হওয়াতেই তাঁর মনে এই পরিকল্পনা আসে। পরে পুনের এক সংস্থার সঙ্গে যোগাযোগ করে গ্লাস ব্রিজ নয়, গ্লাস টাওয়ার তৈরির সিদ্ধান্ত নেন তিনি। সেই ভাবনা থেকেই মাঝেরডাবরিতে তৈরি হয়েছে ভারতের সর্বোচ্চ এই গ্লাস টাওয়ার। টাওয়ার ছাড়াও এই পার্কে রয়েছে ৫০ রকম বিনোদনের আয়োজন। রয়েছে ওয়াটার পার্ক, স্নো ওয়ার্ল্ড থেকে শুরু করে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা। ফলে একসঙ্গে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি হয়ে উঠছে আদর্শ গন্তব্য। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে মানুষের তৈরি এই অভিনব স্থাপত্য। স্থানীয়রা মনে করছেন, পুজোর ছুটিতে পর্যটনে ভিড় আরও বাড়বে, আর আলিপুরদুয়ারের নাম নতুনভাবে ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে।