শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। টিকিট রয়েছে কি না তা দেখতে চাওয়ায় ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মহিলা যাত্রী। মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন ওই যাত্রী। অভিযুক্ত সাইদা বিবি নামের ওই মহিলাকে পরে আটক করেছে রেল পুলিশ। ঘটনায় আতঙ্কিত টিকিট পরীক্ষক চিকিৎসাধীন। শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ট্রেনে ২৪ ঘণ্টা খেটে ৮ ঘণ্টার মজুরি, রেলের বিরুদ্ধে লেবার কমিশনে ঠিকা কর্মীরা
জানা যাচ্ছে, শনিবার দুপুরে বারুইপুর জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ বারুইপুর লোকাল। ট্রেনের মহিলা কামরায় টিকিট পরীক্ষার কাজে ঢুকেছিলেন টিটিই পূজা কুমারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই কামরাতেই বসে ঘুগনি খাচ্ছিলেন সাইদা বিবি ও তাঁর সঙ্গী। টিকিট চাইতেই আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা যাত্রী। অভিযোগ, তিনি হাতে থাকা গরম ঘুগনি সরাসরি ছুড়ে মারেন পূজা কুমারীর মুখে। আচমকা আক্রমণে চোখ-মুখ পুড়ে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন টিকিট পরীক্ষক।
ঘটনায় অন্যান্য যাত্রীরা মুহূর্তে হতবাক হয়ে পড়েন। তবে সাহস হারাননি পূজা কুমারী। নিজের যন্ত্রণা সামলেই অভিযুক্ত যাত্রীকে ধরে ফেলেন তিনি। পরে আরপিএফ কর্মীরা ছুটে এসে অভিযুক্তকে হেফাজতে নেন। রেল সূত্রে খবর, সাইদা বিবি সুভাষগ্রামের বাসিন্দা। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদা পর্যন্ত বৈধ টিকিট থাকলেও বারুইপুর থেকে যাত্রার অনুমোদন ছিল না। ফলে টিকিট পরীক্ষকের প্রশ্নে উত্তেজনা তৈরি হয়। ঘটনার পর বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন পূজা কুমারী।
অভিযুক্ত মহিলা তদন্তকারীদের কাছে নিজের কাজের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। কিন্তু সহকর্মীর উপর এমন আচরণের জন্য ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য টিকিট পরীক্ষকরাও। তাঁদের দাবি, দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনও যাত্রী এমন নিন্দনীয় আচরণ করার সাহস না পায়।