ভাগ্নি বা ভাগ্নিরা মামাদের ভীষণ প্রিয় হয়। ভাগ্নে-ভাগ্নির হাত ধরেই যেন নিজেদের ছোটবেলাতেই ফিরে যায় মামা মাসিরা। রাজ চক্রবর্তীও ব্যতিক্রমী নন। ভাগ্নি সৃষ্টি পাণ্ডের যত আবদার সবই মামার কাছে। মামাও চেষ্টা করেন ভাগ্নিকে খুশি রাখার।
রাজের প্রযোজনায় ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন সৃষ্টি। রাজের সঙ্গে সহকারি হিসেবে কাজও করেছেন ক্যামেরার পিছনে। মামার সঙ্গে ছোটখাটো সব আলোচনাই সারেন তিনি। অন্যদিকে মামাও ভাগ্নিকে বুকে আগলে রাখেন সবসময়।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
৭ সেপ্টেম্বর সৃষ্টির জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পোস্ট করতে দেখা যায় রাজ চক্রবর্তীকে। সৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে রাজ লেখেন, ‘শুভ জন্মদিন মা। আমি প্রার্থনা করি এই পৃথিবীর সমস্ত আনন্দ যেন তুমি পাও। তোমাকে খুব খুব ভালোবাসি। এই পৃথিবীর সবার থেকে বেশি তোমায় ভালোবাসি।’
রাজ চক্রবর্তীর এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ সৃষ্টিকে ‘শুভ জন্মদিন’ জানিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, মামা ভাগ্নির সম্পর্ক এমনটাই হয়। নিজেদের মামাদের সঙ্গে সম্পর্কের কথাও ব্যাখ্যা করেছেন অনেকে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে জানিয়েছেন তাঁর আগামী ছবির কথা। রাজ চক্রবর্তীর আগামী ছবির নাম ‘হোক কলরব’। ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল বড় আন্দোলনকে কেন্দ্র করে এই ছবি তৈরি হতে চলেছে।
ইতিমধ্যেই রাজ চক্রবর্তীর পোস্ট শেয়ার করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল গোটা টিমের জন্য। ছবির নাম যখন বাস্তবকে মনে করায় তখন তো কলরব হতে বাধ্য।’
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ওম সাহানি, জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য এবং অভিকা মালাকারকে। ছবি মোশন পোস্টার দেখেই স্পষ্ট, আগামী দিনে আবার একটি বড় ধামাকা আনতে চলেছেন রাজ। আপাতত সেই ছবির মুক্তির জন্যই অপেক্ষা করছেন দর্শকরা।