বিগ বসের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সলমন খানের নাম। নিজের সেন্স অফ হিউমারের জন্য সর্বদাই প্রশংসিত সলমন। এমনকি তাঁকে নিয়ে কেউ খিল্লি করলেও প্রশংসা করতে ছাড়েন না ভাইজান। আবার প্রয়োজনে কঠোর হতেও পারেন দাবাং খান।
উইকেন্ড কা ভারের সর্বশেষ পর্বে একরকম রণং দেহি মেজাজে পাওয়া গেল সুপারস্টারকে। একদম সলমানোচিত ভঙ্গিতে এদিন প্রতিযোগীদের ক্লাস নিলেন তিনি। তাঁদের জন্য ছিল ভাইজানের বিশেষ, ছিল সমালোচনাও। তবে শুধু যে বিগ বসের ঘরেবন্দি প্রতিযোগিরাই ভাইজানের রোষের মুখে পড়েছিলেন তা নয়। বিশ্বের অন্যতম ক্ষমতাশীল রাষ্ট্রনেতাকে নিয়েও টিপ্পনি করতে ছাড়লেন না সলমন খান। ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করলেন এই বলিউড সুপারস্টার।
প্রথম সপ্তাহ থেকেই বিগ বস সিজন ১৯-এর ঘরে তাপমাত্রার পারদ চড়ছে। প্রতিযোগীদের মধ্যে তুমুল ঝামেলার মাঝে বেশ কয়েকজন প্রতিযোগী নিজেরাই আগুনে ঘি ঢালছে, তারাই আবার ১৮০ ডিগ্রি ঘুরে শান্তিরক্ষীর মতো আচরণেরও চেষ্টা করছে। এক পর্যায়ে কারও নাম উল্লেখ না করে সলমন বলেন, ‘ইয়ে ক্যায়া হো রাহা হ্যায় পুরি দুনিয়া মে। জো সবসে জ্যাদা ট্রাবল ফায়লা রহে হ্যায়, উনহি কো শান্তি পুরস্কার চাহিয়ে’। যার অর্থ হল যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে তারাই নি নিজেদের জন্য শান্তির পুরস্কার দাবি করছে। সলমন কারও নাম না করলেও স্পষ্টতই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই ইশারা করেছেন সলমন।
গত কয়েক মাসে ভারত-পাকিস্তান এবং ইজরায়েল-প্যালেস্তাইন-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের 'সমাধান' করেছেন বলে দাবি করেন ট্রাম্প। যদিও বিবাদমান পক্ষগুলো বারবার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে, ওদিকে প্রেসিডেন্টের সমর্থকরা তাঁর জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলেছে।
ট্রাম্পের প্রতি সলমনের প্রচ্ছন্ন কটাক্ষের ক্লিপটি শনি ও রবিবার জুড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রেডিটে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সলমন ভাই বিগ বসে ট্রাম্পকে কটাক্ষ করছেন’। পোস্টটিতে একজন মন্তব্য করেছেন: 'লা-জবাব সলমন ভাইট। 'আরেকজন লিখেছেন, ‘ট্রাম্পের জবাবের অপেক্ষায় আছি’। কেউ আবার শঙ্কা প্রকাশ করেছেন এবার সলমনের জন্য ইউএসের ভিসা না বন্ধ হয়ে যায়!
বিগ বস সঞ্চালনার পাশাপাশি অভিনেতা তাঁর পরবর্তী ছবি 'ব্যাটল অব গালওয়ান'-এর শুটিং করছেন। সম্প্রতি শুটিংয়ের জন্য মুম্বাই থেকে লাদাখে উড়ে যেতে দেখা গেছে অভিনেতাকে। গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের বাস্তব ঘটনা নিয়ে তৈরি হচ্ছে অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবি।