আবারও মহানগরে ধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে এক তরুণীকে গণ ধর্ষণের অভিযোগ উঠল পূর্বপরিচিত দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিতা হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা চিকিৎসককে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার সিধো কানহো বিরসার অধ্যাপক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানা এলাকার ওই তরুণীর সঙ্গে কয়েক মাস আগে আলাপ হয় চন্দন মল্লিক নামে এক যুবকের। নিজেকে দক্ষিণ কলকাতার এক বড় দুর্গাপুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় সে। সেই সূত্রেই পরিচয় হয় দ্বীপ নামের আর এক যুবকের সঙ্গে। অভিযোগ, দু’জনেই তরুণীকে আশ্বাস দিয়েছিল ওই কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেওয়ার। এর ফলে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছিল। গত শুক্রবার ছিল তরুণীর জন্মদিন। সেই উপলক্ষে চন্দন ও দ্বীপ তাঁকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই আয়োজন করা হয় পার্টির। অভিযোগ, পার্টিতে খাওয়াদাওয়ার পর তরুণী বাড়ি ফিরতে চাইলে অভিযুক্তরা বাধা দেয়। দরজা আটকে তাকে জোর করে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় বলে নির্যাতিতার অভিযোগ। পরে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরেন তিনি। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের কাছে সব খুলে বলেন তরুণী। শনিবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতনের মামলা রুজু করেছে।
অভিযুক্ত চন্দন ও দ্বীপকে খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের এক কর্তার কথায়, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, পার্টি বা ব্যক্তিগত অনুষ্ঠানের আড়ালে এমন অপরাধ রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা উচিত।