রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'-এ প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি কার হবে? এই প্রশ্ন নিয়ে সাসপেন্স অব্যাহত রয়েছে। প্রথমে তানিয়া মন্ডলের প্রেমিক বলরাজের নাম উঠে আসছিল। তারপর বলা হয় যে শেহনাজ গিলের ভাই শাহবাজ বাদেশা প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে আসতে পারেন। কিন্তু শেহনাজ গিল কি প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরেও প্রবেশ করবেন? শোয়ের নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর, দর্শকদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুন: 'যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে…', কেন এমন বললেন স্বস্তিকা?
বিগ বসের ঘরে শেহনাজ গিলের আসার কথা উঠছে কারণ একটি নতুন প্রোমো ভিডিয়োতে, নির্মাতারা শেহনাজ গিলকে সলমন খানের সঙ্গে কথা বলতে দেখছেন। দেখা গিয়েছে শেহনাজ তাঁর ইচ্ছা পূরণ করার জন্য সলমনকে অনুরোধ করছেন। শেহনাজ সিদ্ধার্থ শুক্লার সঙ্গে বিগ বসের অংশগ্রহণ করেছিলেন। যদিও তিনি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসে এন্ট্রি না নেন, তবে তিনি অবশ্যই অতিথি হিসেবে কিছু সময়ের জন্য বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে আসতে পারেন।
‘বিগ বস ১৯’-এর নতুন প্রোমো ভিডিয়ো পোস্ট করার সময়, নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘শেহনাজের সারপ্রাইজ কি পুরো খেলা বদলে দিতে পারে?’ এই ক্যাপশনের কারণে, অনেকেই মনে করছেন যে শেহনাজ বি বসের এই সিজনের সদস্যদের অবাক করে দেওয়ার জন্য, আবারও বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন। প্রোমো ভিডিয়োতে, সলমন খান বলেছেন, ‘আজ আমি তোমাদের জন্য একটা অদ্ভূত চমক নিয়ে হাজির হয়েছি।’
আরও পড়ুন: ‘দ্য বেঙ্গল ফাইলস’কে জোর টক্কর 'পরম সুন্দরী'র! কত আয় করল সৌরভ-মিঠুনের ছবি?
ভিডিয়োয় আরও দেখা যায় শেহনাজ গিল তারপর আসেন, তাঁকে দেখে সলমন খান অবাক হয়ে যান। তিনি তাঁকে ভারতের শেহনাজ গিল বলে সম্বোধন করেন। শেহনাজ গিল একটু আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। দয়া করে আমার স্বপ্ন পূরণ করুন।’ সলমন খান ইতস্তত করে শেহনাজকে জিজ্ঞাসা করেন, ‘কী স্বপ্ন?’ শেহনাজ গিল ইশারায় এর উত্তর দেন। এর পরে, সলমন খানকে ঘোষণা করতে দেখা যায় এই সিজেনের প্রথম ওয়াইল্ড কার্ড সদস্যকে স্বাগত।
এখন দেখার বিষয় হল, সলমন খান কি সত্যিই বিগ বসের ঘরে শেহনাজ গিলকে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পরিচয় করিয়ে দেবেন, নাকি তিনি শেহনাজের সঙ্গে মিলে বিগ বস হাউজের সদস্যদের সঙ্গে মজা করবেন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের উত্তেজিত হতে দেখা যায়। তবে আবার অনেকের মতে শেহবাজ বাদেশাকে শোয়ের প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হতে পারে, তবে তার আগে শেহনাজ অবশ্যই শোতে একটি নতুন মোড় আনতে চলেছেন।