গত ৩০ আগস্ট মুক্তি পেয়েছে শ্রীলেখা মিত্র পরিচালিত শর্ট ফিল্ম ‘এবং ছাদ’। এই ছবিটি পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। শ্রীলেখা ছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন তাপসী দাস এবং অমৃতা চট্টোপাধ্যায়। ছোট্ট এই গল্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন একাধিক সমালোচক।
‘এবং ছাদ’ ছবির অন্যতম একজন নায়িকা ছিলেন তাপসী দাস, যার সঙ্গে সম্প্রতি পরিচয় করালেন অভিনেত্রী। এই তাপসী দাস শুধুমাত্র একজন অভিনেত্রী তা কিন্তু নন, শ্রীলেখার সঙ্গে তাঁর রয়েছে অন্য একটি সম্পর্ক।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
সহ- অভিনেত্রী সঙ্গে ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘আমার ছোট পিসি তাপসী দাস। আমার পরিবারের প্রত্যেকে ভীষণ ভালোবাসেন ওঁকে। সকলের খুব প্রিয় মানুষ এবং আমার ছবির একজন অভিনেত্রী।’ অভিনেত্রীর পোস্টে অনেকেই কমেন্ট করে শ্রীলেখার পিসিকে ভালোবাসা ও সম্মান জানিয়েছেন।
শ্রীলেখা আরও লেখেন, এক সময়ে ডাকসাইটে সুন্দরী ছিলেন এখনও আছেন যদিও...( না বলে দুঃখ পাবেন)। ছবিতে ছোট পিসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এবং ছাদ সিনেমায় একজন বিধবা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী দাস।
সম্প্রতি জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পুরনো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই চওড়া হাসির মেয়েটা আজ বহুদিন হলো নিখোঁজ, নাকি মেয়েটির চওড়া হাসি নিখোঁজ? ধুর ছাই সব গুলিয়ে গেল। ও মনে পড়েছে, আজ মেয়েটির জন্মদিন।’ কয়েক বছরে বাবা-মাকে হারিয়ে বড্ড একা হয়ে গিয়েছেন শ্রীলেখা। একমাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে। এই মুহূর্তে শহরে একাই থাকেন তিনি।
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
শুধু অভিনয়ের জন্য নয়, সব সময় সোজা সাপটা কথা বলার জন্য ভীষণ পরিচিত শ্রীলেখা মিত্র। নির্যাতিত তরুণী হোক অথবা পথকুকুর, সবার আগে সবসময় প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন অভিনেত্রী। কিছুদিন আগেই নিজের জন্মদিনে একেবারে অন্যরকম একটি পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।