তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু দলীয় বৈঠকে একদম শেষ সারিতে বসে রয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার সংসদ ভবনের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল বিজেপির কর্মশালা, সেখানে হাজির ছিলেন বিজেপির সকল সাংসদই। সেখানেই ঘটল এহেন কাণ্ড!
ভারতীয় জনতা পার্টির সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন, যা ঘিরে হুলস্থূল কাণ্ড! ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এনডিএ সাংসদদের জন্য দু'দিনের কর্মশালায় আলোচনার বিষয় একাধিক, যদিও মূল লক্ষ্য দেশের ‘বিকাশ’ নিয়ে আলোচনা। তাতে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ সারিতে বসা দলের শক্তির প্রতিফলন, এক্স-এ ছবি পোস্ট করে এমনটাই জানালেন রবি কিষান।
এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তারকা সাংসদ, সেখানে লেখেন, ‘এনডিএ সাংসদদের কর্মশালায় শেষ সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এটাই বিজেপির শক্তি। এই দলে সকলেই সংগঠনের কার্যকর্তা’।
ছবিতে দেখা যাচ্ছে, কর্মশালায় বিজেপির অন্যান্য সদস্যদের সঙ্গে সারিবদ্ধভাবে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এই কর্মশালায় পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কারের জন্য বিজেপি সাংসদরা মোদীকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার থেকে শুরু হওয়া দু'দিনের এই কর্মশালায় দলের ইতিহাস ও বিবর্তন এবং সাংসদদের দক্ষতা বাড়ানোর পাঠ সহ বেশ কয়েকটি কর্মসূচী অন্তর্ভুক্ত রয়েছে। কর্মশালার প্রথম দিনে '২০২৭ সালের মধ্যে উন্নত ভারতের দিকে' এবং 'সাংসদদের সোশ্যাল মিডিয়ার কার্যকর ব্যবহার' শীর্ষক দুটি প্রধান ফোকাস এরিয়া থাকলেও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে থাকবে ‘রাজনৈতিক গন্ধ’। ওইদিন আলোচনায় উঠে আসবে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২১ জুলাই জগদীপ ধনখড় আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর উত্তরসূরি বেছে নিতে চলেছে সংসদ।
উপরাষ্ট্রপতির দৌড়ে রয়েছেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধি সিপি রাধাকৃষ্ণন, যিনি বিভিন্ন রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের বি সুদর্শন রেড্ডি, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর নির্বাচনে সংসদের উভয় কক্ষের সংসদ সদস্যরা ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনওরকম ক্রস ভোটিং রুখতে তৎপর বিজেপি। সেই পাঠই সাংসদদের দেওয়া হতে পারে এই কর্মশালায়।