মুখ জুড়ে ক্ষোভ আর বিরক্তির ছায়া। চোখে রাগ, কপালে কাটা দাগ, এলোমেলো চুল হঠাৎ এই বেশে কেন ধরা দিলেন শুভশ্রী? কী হল নায়িকার?
না শুভশ্রী নিজে একথা খোলসা করেননি। শনিবার এই ছবিটি পোস্ট করে নায়িকা লেখেন, ‘আসছে খুব তাড়াতাড়ি।’ ফলে এটা থেকেই আন্দাজ করা যায় যে নায়িকা তাঁর নতুন সিরিজের বিষয়ে বলেছেন। হইচইতে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অভিনয় করে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সিরিজে শুভশ্রী যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন, তা দেখে নিন্দুকেরাও প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। এবার ফের হইচই-এর পর্দায় দেখতে পাওয়া যাবে শুভশ্রীকে।
আরও পড়ুন: প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে শেহনাজের? 'বিগ বস ১৯'-এ নতুন প্রোমোয় বড় চমক
অদিতি রায় পরিচালিত ‘অনুসন্ধান’ নামক সিরিজে এক মহিলা সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন শুভশ্রী। এই সিরিজে দেখতে পাওয়া যাবে কারাগারে বন্দী এক অন্তঃসত্ত্বা নারীর কাহিনী। পলিটিকাল থ্রিলার ঘরানার এই সিরিজে শুধু শুভশ্রী নয়, থাকবেন এক ঝাঁক নতুন তারকা।
আর তাঁর শেয়ার করা এই ছবি যে সেই সিরিজের ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায় এবং অরিত্র দত্ত বণিক। উল্লেখ্য, এই সিরিজের হাত ধরে বহুদিন পর আবার ক্যামেরার সামনে আসতে চলেছেন অরিত্র।
আরও পড়ুন: 'যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে…', কেন এমন বললেন স্বস্তিকা?
সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়ের লেখা চিত্রনাট্য অবলম্বনে তৈরি এই সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সবকিছু ঠিক থাকলে পুজোয় হইচই-এর পর্দায় দেখতে পাওয়া যাবে এই সিরিজটি। অদিতি রায়ের পরিচালনায় ফের নতুন এক সিরিজ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
কাজের সূত্রে, চলতি বছরে শুরু দিকে শুভশ্রীর নতুন ছবি 'গৃহপ্রবেশ' মুক্তি পেয়েছে। নায়িকার সেই ছবিও যথেষ্ট প্রশংসা পায়। এরপর ১৪ অগস্ট মুক্তি পায় 'ধূমকেতু'। এই ছবিতে প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে পান দর্শকরা। এই ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। তবে এই ছবি পর ফের মনমালিন্য হয়েছে দেব-শুভশ্রীর। স্যোশাল মিডিয়া এখন সেই নিয়ে সরগরম।