প্রায় আট বছর পর অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের বহুল প্রতীক্ষিত নিয়োগ পরীক্ষা। এদিন পরীক্ষা দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৯৩ লক্ষ পরীক্ষার্থী। তবে বাংলায় এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন উত্তরপ্রদেশের এক যুবক।
আরও পড়ুন: SSC পরীক্ষায় কত আগে পৌঁছাতে হবে? কী কী রাখা যাবে? আরও ১টি বড় বিজ্ঞপ্তি কমিশনের
উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ এসেছিলেন এসএসসি পরীক্ষা দিতে। শনিবার বিভূতি এক্সপ্রেসে হাওড়া পৌঁছে লোকাল ট্রেনে চেপে হুগলিতে যান তিনি। অভিযোগ, সেখানেই প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে ফেলেন আনন্দ। আনন্দ জানান, হুগলি স্টেশনে তাঁর সঙ্গে পরিচয় হয় এক অচেনা ব্যক্তির। ওই ব্যক্তি প্রথমে তাঁকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াদাওয়া করান। পরে গঙ্গায় স্নান করাতে নিয়ে যান এবং আবার স্টেশনে ফিরিয়ে আনেন। পরিকল্পনা ছিল রাত কাটানোর পর পরদিন সরাসরি পরীক্ষাকেন্দ্রে যাওয়া। কিন্তু এরপর কী ঘটেছিল, আনন্দের আর কিছু মনে নেই।পরের দিন চেতনা ফেরে হাসপাতালে। জানা যায়, তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর দাবি, অচেনা ব্যক্তিই তাঁকে অজান্তে ফাঁসিয়ে দেন এবং মোবাইল ফোন, নগদ টাকা সব খোয়া যায়। মাথা ঘোরার কারণে পরীক্ষার দিন রবিবার তিনি কেন্দ্রের বাইরে বসে পড়েন। তবুও চেষ্টা করেছিলেন হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে ইতিহাস বিষয়ে পরীক্ষা দিতে।
আনন্দ অসহায়ভাবে বলেন, ওই ব্যক্তি নিজেকে দাদার মতো বলে পরিচয় দিয়েছিল। বিশ্বাস করেছিলেন। কিন্তু দাদার মতো বলেই যে এমন সর্বনাশ করবে, ভাবতেই পারছেন না। এই ঘটনায় পরীক্ষার্থী আতঙ্কিত হলেও প্রশাসন জানিয়েছে, বাইরে থেকে আসা পরীক্ষার্থীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনার পর পরীক্ষা দিতে আসা অন্য পরীক্ষার্থীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।