ধর্ম বাধ সাধেনি আলি-জ্যাসমিনের প্রেমে। বর্তমানে লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু সহবাস সঙ্গীর ধর্মকে সম্মান জানালেও ‘গণপতি বাপ্পা মোরিয়া’ উচ্চারণ করেননি আলি গোনি। সেই নিয়ে চরম ট্রোলের মুখে পড়েন ছোটপর্দার এই নায়ক।
এবার এই বিতর্ক নিয়ে নীরবতা ভাঙলেন আলি। অভিনেতা বলেন, তাঁর ধর্মে এর অনুমতি নেই। আলি গনি বলেন, তিনি সব ধর্মকে সম্মান করেন। তিনি জানান, এর আগে কখনও গণেশ পুজোয় যাননি তিনি। আলি গনি বলেন যে এত ভাবনাচিন্তা করেননি। তাঁরা দুঃস্বপ্নেও ভাবেননি এই জিনিসটি নিয়ে এত বড় বিতর্ক তৈরি হবে। তিনি বলেন, ‘কোরানে লেখা আছে, প্রত্যেক ধর্মকে সম্মান করতে হবে’। ফিল্মজ্ঞানের সঙ্গে একান্ত কথোপকথনে আলি গনি বলেন, ‘যেদিন এই ঘটনা ঘটেছিল, সেদিন তিনি ভাবেননি যে এমন কিছু ঘটবে। যাঁরা তাঁকে চেনেন, যাঁরা শুরু থেকে তাঁর যাত্রা দেখেছেন, তাঁরা জানেন, তিনি সব ধর্মকেই সম্মান করেন। সব ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে’। আলি বলেন, শুধু কথার কথা হিসাবে তিনি এসব কথা বলছেন না। তিনি বলেন যে যদি তিনি অভিনয় করে এইসব বলেন, তাহলে গণেশ পুজোর দিনও অভিনয় করতে পারতেন।
আলি গনি বলেন, ‘আমি ওই সময় কিছু ভাবছিলাম, কী করছি, খেয়াল করিনি তবে এই জিনিসটা নিয়ে এত বড় সমস্যা হবে বুঝতে পারিনি। এই দেশে অনেক বেকার মানুষ আছে, আমি জানি, কারণ আমি দেখতে থাকি যে চারপাশে কী ঘটছে’। আলি গনি উল্লেখ করেছেন যে এক্স এই ক্ষেত্রে সবচেয়ে খারাপ। তিনি বলেন, ‘কী নারী, কী পুরুষ... একটা পেজ দেখেছিলাম, একটা মেয়ের পেজ ছিল, সে জেসমিনকে গালি দিচ্ছিল, মাকে গালি দিচ্ছিল। কল্পনা করুন একটি মেয়ে একটি মেয়েকে নিয়ে এত খারাপ কথা বলছে’।
আলি বলেন, ‘আমি যদি কোনও ধর্মকে অপমান করতে চাই, তাহলে আমি এত সেজেগুজে পুজোয় যাব না’। তিনি বলেন, প্রথমবার কোনও গণপতির অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, কোথাও পুজো হলে কী করবেন বা কী করা উচিত আর কোনটা অনুচিত তা বুঝতে পারেন না আলি। তিনি বলেন যে সারা জীবন এটাই ভেবেছেন যে তাঁর কোনও ভুল অন্যের কষ্টের কারণ না হয়। তিনি জানান, এ কারণেই তিনি কোনও পুজোয় যান না। তিনি আরও বলেন, তাঁর ধর্মেও এর অনুমতি নেই। আলির সাফ কথা ‘আমরা ইবাদত করি না, পুজো-আচ্ছা করি না। তবে কোরানে লেখা আছে, সব ধর্মকে সম্মান করতে হবে এবং আমি তাই করছি’।
আলি স্পষ্ট বলেন, তিনি কাশ্মীরে জন্মেছেন, জম্মুতে বড় হয়েছেন আর জম্মু হল মন্দিরে ভরা শহর। হিন্দুত্বের মাঝেই তাঁর বেড়ে ওঠা। তিনি দুঃস্বপ্নেও হিন্দুধর্মকে অপমান করার কথা ভাবতে পারেন না।