শুক্রবার লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে পারফর্ম করেন গায়ক অরিজিৎ সিং। মঞ্চে তাঁর পারফর্ম করার বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে কারফিউয়ের কারণে কর্তৃপক্ষ আচমকা বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় অরিজিতের পারফরম্যান্স সময়ের আগেই শেষ হয়ে যায় বলে জানা গিয়েছে।
লন্ডনে পারফরম্যান্স দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন অরিজিৎ। কনসার্টে সাইয়ারা, ঝুমে জো পাঠান, রসিয়া, 'আমি যে তোমর', স্যাফায়ার-সহ একগুচ্ছ গান গেয়েছেন অরিজিৎ। অনেক ভক্ত বলেছেন যে তিনি দুই ঘণ্টারও বেশি সময় ধরে পারফর্ম করেছিলেন। এক্স-এ (পূর্বে টুইটার) একজন ব্যক্তি লিখেছেন, ‘এই লোকটা এত প্রতিভাধর। সঙ্গীতের উপর অরিজিতের যে দখল আছে। বাহ!’ আরেকজন টুইট করেন, ‘স্মরণীয় রাত। স্টেডিয়ামের আশেপাশের ১ মাইল রাস্তা বন্ধ করে দিতে হয়েছিল এবং এলাকার সমস্ত বারে গত রাতে অরিজিতের গান বাজানো হয়েছিল…’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এশিয়ার গানের রাজাকে কুর্নিশ #Arijitsingh। তিনি প্রতিটি গান কী নিখুঁতভাবে গেয়েছেন।’
অরিজিতের শো আচমকা শেষ হওয়ায় ইন্টারনেটের প্রতিক্রিয়া
এক ব্যক্তি অরিজিতের ব্রহ্মাস্ত্রের গান দেবা দেব গাওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আতশবাজি ফোটানোর সঙ্গে সঙ্গে জনতার চিৎকার শোনা যায়। ভিডিয়োতে লেখা রয়েছে, ‘অরিজিৎ সিং তাঁদের কাছে আরও ২০ মিনিট চেয়ে অনুরোধ করতে থাকেন... কিন্তু রাত সাড়ে দশটায় টটেনহ্যাম স্টেডিয়াম থমকে যায়।’ আরেকজন ক্যাপশনে লিখেছেন, ‘নো গুডবাই, নো লাস্ট নোট। রাত সাড়ে দশটায় শুধুই নীরবতা’। আরেকজন ভক্ত এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন যাতে কোনও সংগীত ছাড়াই একটি অন্ধকার মঞ্চ দেখা গেছে, কারণ স্টেডিয়ামের প্রায় সমস্ত আলো বন্ধ ছিল। জনতাকে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাত সাড়ে দশটায় কারফিউয়ের কারণে অরিজিৎ সিংকে বিদায় জানাতে বা গান শেষ করতে না দিয়েই লন্ডন স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।’
তবে আরেকজন আবার লন্ডন কতৃপক্ষের তরফে টুইটারে লেখেন, ‘অরিজিৎও দেরিতে অনুষ্ঠানস্থলে এসেছিলেন, যা দেরিতে শো শেষ হওয়ার অন্যতম কারণ।’
আরেকজন লিখেছেন, ‘তারা তাকে রাত সাড়ে দশটায় বন্ধ করে দেয় কারণ শোটি শেষ করার জন্য এটি সম্মত সময় ছিল এবং সে সময় তিনি একটি গানের মাঝখানে ছিলেন..’।