হাজার বছর পেরিয়ে গেলেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র মহানায়ক থেকে যাবেন যিনি, তিনি হলেন উত্তম কুমার। বহু অভিনেতা এসেছেন টলিউডে কিন্তু আজও উত্তম কুমারের জায়গা কেউ নিতে পারেননি, বরং মহানায়কের অভিনয় সত্তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সকলে।
গত ৩ সেপ্টেম্বর ছিল মহানায়কের শতজন্মবার্ষিকী। মহানায়কের জন্মবার্ষিকীতে একটি অনন্য পদক্ষেপ নিতে চলেছে ক্লিক ওটিটি প্লাটফর্ম। এই ডিজিটাল প্লাটফর্মের নতুন এই নিবেদনের নাম ‘শতবর্ষে উত্তম’।
আরও পড়ুন: 'শুভ জন্মদিন মা...', কাকে ‘মা’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ?
মহানায়ক উত্তম কুমারের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দেখানো হবে উত্তম কুমারের একটি করে সিনেমা। টানা ৩০ দিন দর্শকরা উপভোগ করবেন বাছাই করা মহানায়কের ৩০টি ছবি। দর্শকদের সামনে স্বর্ণযুগকে আরও একবার তুলে ধরার জন্যই এই প্রচেষ্টা ডিজিটাল প্লাটফর্মটির।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবি প্রদর্শিত হবে এই ৩০ দিনে?
উত্তম কুমারের ৩০টি ছবির মধ্যে রয়েছে বসু পরিবার, সাড়ে চুয়াত্তর, অগ্নিপরীক্ষা,পৃথিবী আমারে চায়, মন্ত্রশক্তি, সদানন্দের মেলা, রাইকমল, সবার অপেক্ষায়, একটি রাত, সাগরিকা, শিল্পী, ত্রিযামা।
আরও পড়ুন: 'আমি এখনও হতাশ...', বিদেশে গিয়েও আদিত্যের খোঁজ পেলেন না শ্রীমা!
৩০টি ছবির মধ্যে রয়েছে জীবন তৃষ্ণা, পথে হল দেরি, এন্টনি ফিরিঙ্গ, বিপাশা, সাথীহারা, সোনার হরিণ, রাজকন্যা, মরুতীর্থ হিংলাজ, জিন্দের বন্দি, দেয়া নেয়া, শেষ অংক, চিড়িয়াখানা, চৌরঙ্গী, রাজকুমারী, মেমসাহেব, সন্ন্যাসী রাজা এবং সব্যসাচী।
সোনালী যুগের সেই দিনটি ফিরিয়ে আনার জন্য ক্লিক ওটিটি প্লাটফর্মের যে প্রচেষ্টা, তা বাঙালির হৃদয়কে আরও একবার উত্তমময় করে তুলবে। ফিরে আসবে সেই সোনালী দিনের স্মৃতি, নস্টালজিক হয়ে উঠবেন দর্শকরা।