ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা। সব থেকে বড় কথা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু মানুষ চেনেন এই অভিনেত্রীকে। জীবনের সমস্ত ছোটখাটো আপডেট তিনি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁর সঙ্গে ঘটা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি।
দেবচন্দ্রিমা লেখেন, ‘এই মুহূর্তে আমি বেশ কিছু সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি ইতিমধ্যেই পুলিশে কমপ্লেন করেছি কিন্তু আমি এখনও জানি না কি হতে চলেছে। কিছু মানুষ আমার নাম ব্যবহার করছে, ভুয়ো চ্যাট তৈরি করছে এবং আমার সম্পর্ককে নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে।’
আরও পড়ুন: 'শুভ জন্মদিন মা...', কাকে ‘মা’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ?
আরও পড়ুন: 'আমি এখনও হতাশ...', বিদেশে গিয়েও আদিত্যের খোঁজ পেলেন না শ্রীমা!
অভিনেত্রী আরও লেখেন, ‘আজ আমি আমার কমপ্লেক্সে এমন কিছু ঘটনার সম্মুখীন হলাম যা সত্যি অবিশ্বাস্য। আমি ভীষণ ভয়ে রয়েছি। নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি শুধু এই মুহূর্তে চাইছি এই শহর ছেড়ে চলে যেতে।’
দেবচন্দ্রিমা লেখেন, ‘আমি জানি পুলিশ আমাকে সিকিউরিটি দেবে, কিন্তু আমি এই মুহূর্তে আমার বাড়িতে থাকতে চাইছি না। শহর ছেড়ে চলে যাওয়া কোনও অপশন হতে পারে না আমি জানি কিন্তু এই শহরটি এখন নিজের বলে একেবারেই মনে হচ্ছে না।’
অভিনেত্রীর কথায়, ‘কোনও নারী এইভাবে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। আমি জানি না এর পেছনে কে রয়েছে, কোনও পুরুষ বা নারী। কিন্তু আমি জানি একদিন সত্যিটা সামনে আসবেই। আমি যদি কারও সঙ্গে খারাপ ব্যবহার করি অথবা কারও সঙ্গে দূরত্ব বজায় রাখি তাহলে দয়া করে আমাকে খারাপ মনে করবেন না।’
অভিনেত্রী লেখেন, ‘আমি তেমন মানুষ নই যে নিরাপত্তারক্ষী নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো। কিন্তু এই মুহূর্তে, কিছু মানুষ হয়তো ব্যাপারটা ভীষণ এনজয় করছেন। একদিন আদালতে আমি সবকিছু প্রমাণ করব। কে বা কারা এর পেছনে রয়েছে তা প্রমাণ করেই ছাড়বো। এই মুহূর্তে কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি এখন মানসিকভাবে সুস্থ নই। ধন্যবাদ আমাকে বোঝার জন্য।’
আরও পড়ুন: OTT-র পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত বাংলার ঋত্বিক, দেখা যাবে কোন ছবিতে?
আরও পড়ুন: 'ডাকসাইটে সুন্দরী...', কোন সহ-অভিনেত্রীর সঙ্গে পরিচয় করালেন শ্রীলেখা?
দেবচন্দ্রিমার এই পোস্ট ভাইরাল হতেই অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। অভিনেত্রী শ্রুতি দাস লিখেছেন, ‘কোনও দরকার হলেই আমাকে জানিও। সাবধানে থেকো।’ আদতে কি ঘটেছে সেটা দেবচন্দ্রিমা না জানালেও এটুকু বোঝা যাচ্ছে তিনি কোনও কিছু নিয়ে ভীষণ ভয়ে রয়েছেন।