একের পর এক বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা ফিরে আসছেন ছোট পর্দায়। মধুমিতা সরকার থেকে শুরু করে রনিতা দাস, তালিকায় রয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রীর নাম। এবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন শোলাঙ্কি।
জানা গিয়েছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পুজোর পরেই আবার ছোট পর্দায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। প্রযোজক স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বিপরীতে অভিনয় করবেন কে? সেখানেও রয়েছে চমক।
আরও পড়ুন: 'শুভ জন্মদিন মা...', কাকে ‘মা’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ?
শোলাঙ্কি সর্বশেষ ছোটপর্দায় অভিনয় করেছিলেন ‘গাটছড়া’ ধারাবাহিকে। ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায় বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তিন ভাই এবং তিন বোনের সেই গল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
টেলিপাড়ায় গুঞ্জন, এবার নাকি সেই জুটিকেই ফিরিয়ে আনতে চলেছেন স্নিগ্ধ বসু। আগামী দিনে নাকি গৌরবের বিপরীতেই অভিনয় করবেন শোলাঙ্কি। দুই বোনের গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকটি আগামী দিনে দেখতে পাওয়া যাবে স্টার জলসার পর্দায়।
যদিও দুই বোনের একটি গল্প নিয়ে আগামীকাল থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে একটি নতুন ধারাবাহিক। ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে শ্রুতি দাসের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। স্টার জলসার ধারাবাহিকেও কী একইরকম গল্প দেখতে পাবেন দর্শকরা? সেটা জানা যাবে ধারাবাহিক প্রকাশ্যে আসার পর।
আরও পড়ুন: 'আমি এখনও হতাশ...', বিদেশে গিয়েও আদিত্যের খোঁজ পেলেন না শ্রীমা!
ছোট পর্দার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করলেও একের পর এক সিরিজ এবং সিনেমায় অবলীলায় অভিনয় করেছেন তিনি। ‘বাবা বেবি ও’ সিনেমায় যীশু সেনগুপ্তের বিপরীতে শোলাঙ্কির অভিনয় প্রশংসিত হয়েছিল।
ওটিটি প্লাটফর্মেও অভিনেত্রীর অবাধ যাতায়াত। ‘মন্টু পাইলট’ হোক অথবা ‘বোকা বাক্সতে বন্দি’, সব চরিত্রেই ভীষণ সুন্দর শোলাঙ্কি। অন্যদিকে গৌরব চট্টোপাধ্যায় চুটিয়ে অভিনয় করছেন ছোট পর্দা থেকে বড় পর্দায়। একই সঙ্গে ওটিটি প্লাটফর্মের একজন জনপ্রিয় মুখ তিনি।
‘গাটছড়া’ ধারাবাহিকের গৌরব এবং শোলাঙ্কি ছাড়া অভিনয় করেছিলেন অনুষ্কা গোস্বামী, রিয়াজ লস্কর, শ্রীমা ভট্টাচার্য, শ্রীপর্ণা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কথা চক্রবর্তী এবং আর্য দাশগুপ্ত। ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২১ সালে এবং শেষ হয়ে গিয়েছিল ২০২৩ সালে। এবার সেই জনপ্রিয় জুটিকেই আবার ফিরিয়ে আনতে চলেছে স্টার জলসা।