অভিনেতা আমির খান মানে পারফেকশন। এবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে তারকার গান শুনে হতবাক নেটপাড়া। এমনিতে প্লেব্যাকের অভিজ্ঞতা রয়েছে নায়কের। গুলাম ছবির ‘আলি ক্যায়া খন্ডালা’ গান আজও জনপ্রিয়, কিন্তু তা বলে রাগাশ্রয়ী গান? হ্যাঁ, এবার এই অসাধ্য সাধনের চেষ্টা করতে দেখা গেল সুপারস্টারকে।
অভিনেতার বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আমির খানকে পাওয়া গেল একদম বিন্দাস মুডে। ক্যাজুয়াল পোশাকে মঞ্চে বসে আছেন আমির। সঙ্গে এক দুঁদে গায়িকা। তাঁর গাওয়া রাগ অনুসরণের চেষ্টা করলেন আমির। একটি ভিডিয়োয় আমিরকে বলতে শোনা গিয়েছে, ‘দিদি আপনি (মঞ্চে) আসুন। আপনি কিছু গাইবেন, আমি আপনাকে অনুসরণ করব, যেন আমাদের একটি ক্লাস চলছে। পারফরম্যান্সের পরে, আমিরের সহশিল্পী অভিনেতাকে স্পষ্ট বলেন, 'আপনি কিন্তু একটি শক্ত রাগ গাইলেন'।
আমির ভক্তদের বিস্মিত করেছেন তাঁর এই ট্যালেন্ট দিয়ে। আমির এদিন একটি প্রিন্টেড নীল কুর্তা এবং ট্রাউজার পরেছিলেন। আমিরের গানের প্রতিক্রিয়ায় এক ভক্ত বলেন, ‘উস্তাদ আমির খান! আরেকজন লেখেন, ‘তিনি সুরটি খুব ভালভাবে বজায় রেখেছিলেন’। আরেকজন লেখেন, 'ব্যক্তিগত জীবনের বিতর্ক বাদ দিলে এই লোকটা সত্যিই ট্যালেন্টেড, সব করতে পারে।'
হালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থেকেছেন আমির। কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে ভেঙেছিল আগেই, সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে নিজের প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছেন নায়ক। পাশাপাশি ভাই ফয়জল খান আমিরের নামে নতুন করে একঝাঁক অভিযোগ এনেছেন। নিজের কেরিয়ার ধ্বংস থেকে তাঁকে ঘরবন্দি করে রাখার মতো অভিযোগে আমিরকে বিঁধেছেন ফয়জল।
আমিরকে সম্প্রতি আরএস প্রসন্ন পরিচালিত একটি স্পোর্টস কমেডি-ড্রামা ছবি সীতারে জমিন পর-এ দেখা গিয়েছিল। এই ছবিতে আমিরের পাশাপাশি আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা, সঙ্গে নবাগত অরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্ভিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।
এর পাশাপাশি লোকেশ কানাগরাজ রচিত ও পরিচালিত অ্যাকশন থ্রিলার কুলিতেও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির।