বলিউড সুপারস্টার তিনি। বি-টাউনের একটা অলিখিত নিয়ম আছে, ‘ভাইজানের সঙ্গে পাঙ্গা মানে যমের সঙ্গে পাঞ্জা’। কেউ সেই পথের ধার দিয়েও হাঁটেন না। বিবেক ওবেরয় থেকে শুরু করে বেশকিছু তারকার নাকি কেরিয়ারের কাঁটা হয়েছেন সলমন। এমনকী অরিজিৎ সিং-এর গানও ছবি থেকে বাদ দেওয়ানোর অভিযোগ উঠেছিল ভাইজানের বিরুদ্ধে।
সম্প্রতি বিগ বসের মঞ্চে নিজের ট্রেডমার্ক নো-ননসেন্স হোস্টিং স্টাইলে এই অভিযোগ নিয়ে কড়া জবাব দিলেন অভিনেতা। তিনি বলিউডে অনেকের কেরিয়ার ধ্বংস করেছেন বলে দীর্ঘদিনের অভিযোগের কথা নিজেই উল্লেখ করেন দাবাং খান, একইসঙ্গে এই দাবিটি সরাসরি উড়িয়ে দিয়েছেন।
তিনি স্পষ্ট বলেন, যদি তাঁকে কখনও কারুর কেরিয়ার ধ্বংস করতে হয়, তবে তিনি একমাত্র নিজের কেরিয়ার ধ্বংস করতেই সফল হবেন। রবিবার বিগ বস উইকেন্ড কা ভারে হাজির হয়েছিলেন শেহনাজ গিল। এদিন প্রাক্তন বিগ বস প্রতিযোগিকে স্বাগত জানান সলমন। শেহনাজ তাঁর দাদা শেহবাজ বাদেশাকে বিগ বস হাউসের ভিতরে প্রবেশ করতে দেওয়ার অনুরোধ জানান। শেহনাজ বলেন, ‘স্যার, আপনি এতজনের কেরিয়ার গড়ে দিয়েছেন….’। জবাবে সলমন বিনয়ের সঙ্গে বলেন, ‘আমি কখন কারও কেরিয়ার তৈরি করেনি। কেরিয়ার একমাত্র সর্বশক্তিমানই তৈরি করতে পারেন'।
তারকা আরও বলেন, ‘লোকেরা আমার উপর লাঞ্ছনাও লাগিয়েছে, যে আমি অনেকর কেরিয়ার ধ্বংস করেছি। কিন্তু সত্যি বলতে, সেটা আমার হাতেও নেই। আজকাল, এটি বলা একটি প্রবণতা হয়ে উঠেছে, যে আমি নাকি কেরিয়ার খাই। বলুন তো, আমি কার কেরিয়ার খেয়েছি? এবং যদি আমি কখনও সেটা করি তা হবে আমার নিজের কেরিয়ার। আমি যদি আত্মতুষ্টিতে থাকি এবং জিনিসগুলি আমার হাত থেকে পিছলে যেতে দিই…কিন্তু আমি সবকিছু আমার মুঠোয় ধরে রাখতে কঠোর পরিশ্রম করি'।
সম্প্রতি স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবাং পরিচালক অভিনব কাশ্যপ বলেন, ‘সলমন খান বলিউডের স্টার সিস্টেমের জনক। তিনি এমন একটি চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন যা ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। তিনি এই প্রক্রিয়া চালিয়ে যান। তাঁরা প্রতিহিংসাপরায়ণ মানুষ। তাঁরাই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আপনি যদি তাদের সাথে একমত না হন তবে তাঁরা আপনার পিছনে আসবে’।
এর আগে গায়ক অরিজিৎ সিং ও অভিনেতা বিবেক ওবেরয়ের কেরিয়ার ধ্বংস করার অভিযোগও ওঠেছে সলমন খানের বিরুদ্ধে।
শেহনাজ গিলের ভাই শেহবাজ বাদেশা বিগ বস ১৯ এর প্রথম ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে ঘরে প্রবেশ করেছেন। এই শো জিও হটস্টার এবং কালার্স চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। ভাইজানকে আগামিতে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ ছবি। ভারত ও চীনের মধ্যে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। এছাড়াও সলমনের হাতে রয়েছে কিক ২-এর কাজ।