তৃণমূল নেতৃত্ব বহুবারই স্পষ্ট করে দিয়েছেন, ব্যক্তি নয়, দলই সবার উপরে। এ দিন সেই অবস্থানই ফের তুলে ধরলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ও উত্তর ২৪ পরগনার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেশন দুর্নীতিতে অভিযুক্ত এই বিধায়ক স্পষ্ট জানালেন, তৃণমূলের কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না, আইনের কাছে সকলকেই সমানভাবে জবাবদিহি করতে হবে। (আরও পড়ুন: ভোর হতে না হতেই রাজ্যের একাধিক জায়গায় হানা ইডির, অভিযান চলছে বালিপাচার মামলায়)
আরও পড়ুন: হাবড়ায় ফিরেছেন বালু, এবার ফিরছে তাঁর ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তাও?
স্থানীয় কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে ওই দিন শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই মঞ্চে উঠে মল্লিক বলেন, পুলিশকে সব সময় সতর্ক থাকতে হবে। থানায় অভিযোগ জানাতে এলে তা অবশ্যই নিতে হবে। অনেক সময়ে শোনা যায়, ডায়রি নেওয়া হয় না, এটা একেবারেই চলবে না। তৃণমূলের কেউ যদি অন্যায় করে, তাকেও শাস্তি পেতে হবে। পুলিশকে কাজ করতে দিতে হবে, কাউকে প্রভাব খাটাতে দেবেন না। তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলার দিকেও বার্তা দেওয়া হয়। (আরও পড়ুন: SSC পরীক্ষা তো হল, তবে এই নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হবে? সামনে এল নয়া দাবি)
আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিনই অফিসটাইমে চরম ভোগান্তি, ২টি স্টেশনের মাঝে আটকে থাকল মেট্রো
শুধু রাজনৈতিক শৃঙ্খলাই নয়, বারাসত শহরের নাগরিক সমস্যা নিয়েও এ দিন সরব হন প্রাক্তন মন্ত্রী। শহরের আবর্জনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বারাসতকে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। অনেক সময় দেখা যায়, রাস্তায় যত্রতত্র ময়লা পড়ে আছে। আগে ডাকবাংলা মোড় পেরোলে মনে হতো। এত আবর্জনা পড়ে আছে, এরা কি আলাদা জায়গা করতে পারে না? দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম পুরসভা মিলে বর্জ্য ফেলার জায়গা করেছে। হাবড়া আর অশোকনগরও উদ্যোগ নিয়েছে। বারাসতে কেন হবে না? বিধায়ক জানান, বারাসতের জন্যও ইতিমধ্যে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানেই নিয়ম মেনে আবর্জনা ফেলার ব্যবস্থা করতে হবে। তাঁর কথায়, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। যত্ন নিয়ে ময়লা নির্দিষ্ট জায়গাতেই ফেলতে হবে। বারাসতকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতেই হবে।