গত রবিবার হোয়াইট হাউজের উপদেষ্টা পিটার নাভারো রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে নিশানা করে একটি পোস্ট করেছিলেন 'এক্স'-এ। তাঁর সেই ভারত বিরোধী পোস্টে একটি কমিউনিটি নোট জুড়ে দেওয়া হয়। আর এতেই বেজায় চটেছেন ট্রাম্প ঘনিষ্ঠ এই উপদেষ্টা। তাঁর ভারত বিরোধী পোস্ট 'ফ্ল্যাগ' হতেই তিনি আরও একটি পোস্ট করে এক্স-এর মালিক ইলন মাস্ককে তোপ দাগেন। সেই পরিপ্রেক্ষিতে আজ ইলন মাস্কও একটি পোস্ট করেন। যার পরে নাভারো পালটা একটি পোস্ট করে 'পোল' চালু করেন। আর সেই পোল চালু করেই মুখ পুড়েছে মার্কিন উপদেষ্টার। (আরও পড়ুন: ভারতের ওপর মার্কিন শুল্ক চাপানো নিয়ে মুখ খুললেন ইউক্রেনের জেলেনস্কি, বললেন...)
আরও পড়ুন: এয়ার ডিফেন্স নেটওয়ার্কে জুড়ছে নয়া রাডার, পাক আকাশসীমায় চলবে কড়া নদরদারি
পিটার নাভারো অভিযোগ করেন, তাঁর পোস্টে ফ্যাক্ট চেক হওয়ার বিষয়টি আদতে 'বিদেশি হস্তক্ষেপ'। এই নিয়ে তিনি লেখেন, 'নিরপেক্ষ হওয়ার অজুহাতে এক্স-এর কি এভাবে পোস্ট করা উচিত যেখানে মার্কিন ঘরোয়া অর্থনীতি এবং রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ করা হচ্ছে? নীচে পোলে নিজের মতামত জানান।' এবং সেই পোলে চার ঘণ্টায় ৭৮.৭ শতাংশ মানুষ বলেছেন, হ্যাঁ ফ্যাক্ট চেক করা উচিত। আর মাত্র ১৫ শতাংশ মানুষ বলেছেন, না করা উচিত না। পিটার নাভারো আবার একটি তৃতীয় বিকল্প রেখেছিলেন - 'একদমই করা উচিত না, এটা অশ্লীল'। এই তৃতীয় বিকল্পের সঙ্গে সহমত মাত্র ৬.৪ শতাংশ। অবশ্য এই পোলটি পিটার নাভারো ৭ দিনের জন্য চালাচ্ছেন। এখনও পর্যন্ত ৯৫৮৩টি ভোট পড়েছে। (আরও পড়ুন: 'এত তাড়াতাড়ি ভুলতে বা ক্ষমা...', মোদী-ট্রাম্প 'বার্তা বিনিময়' নিয়ে অকপট শশী)
পিটার নাভারো এর আগেও ভারতের বিরুদ্ধে তোপ দেগে একাধিক পোস্ট করেছিলেন। সেগুলিও ফ্ল্যাগ করা হয়েছিল। আর গত রবিবার তিনি একটি পোস্টে লেখেন, 'ফ্যাক্ট: ভারতের উচ্চ হারের শুল্ক আমেরিকার চাকরি খেয়ে নিচ্ছে। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে শুধুমাত্র লাভের জন্য। এর ফলে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন হচ্ছে। ইউক্রে এবং রাশিয়ানরা মরছে। আমেরিকার করদাতাদের বেশি টাকা খরচ হচ্ছে। ভারত সত্যিটা মানতে পারছে না। বামপন্থী আমেরিকানদের ওয়াশিংটন পোস্ট ভুয়ো খবর ছড়াচ্ছে।' (আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক চাপাক EU,চাইছে US! এরই মাঝে FTA আলোচনার জন্য ভারতে EU কমিশনাররা)
পিটার নাভারোর এই ভারত বিরোধী পোস্টের নিচে জুড়ে দেওয়া হয় একটি কমিউনিটি পোস্ট। যেখানে তাঁকে ফ্যাক্ট চেক করা হয়। সেই নোটে লেখা হয়, 'ভারত শুধুমাত্র লাভের জন্য রাশিয়ার ল কিনছে না, নিজেদের জ্বালানি সুরক্ষার জন্যেও তারা রাশিয়ার থেকে তেল কিনছে। এবং ভারত এই তেল কিনে কোনও নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। এদিকে ভারত যদিও বা শুল্ক চাপায়, ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড সারপ্লাস আছে সার্ভিসের ক্ষেত্রে। এছাড়া আমেরিকা নিজে রাশিয়ার থেকে এখনও অনেক পণ্য আমদানি করছে। যেটা কি না দ্বিচারিতা।' এই পোস্টের সঙ্গে একাধিক খবরের লিঙ্কও দেওয়া হয়।
আর নিজের ভারত বিরোধী পোস্টের সঙ্গে এই কমিউনিটি পোস্ট জুড়তেই বেজায় চটে যান পিটার নাভারো। তিনি ফের একটি পোস্ট করে লেখেন, 'দুর্দান্ত। ইলন মাস্ক এবার মানুষের পোস্টে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এই যে নোট জুড়ে দেওয়া হয়েছে, তা ভুয়ো। ভারত রাশিয়ার তেল কিনছে শুধুমাত্র লাভ করার জন্যে। ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করার আগে ভারত সেই দেশ থেকে তেল কিনত না। ভারত সরকারের স্পিন মেশিন বিষয়টি ঘোরানোর চেষ্টা করছে। ইউক্রেনিয়ানদের মারা বন্ধ করুন। মার্কিনিদের চাকরি নেওয়া বন্ধ করুন।'
আর মাস্ককে ট্যাগ করে পিটার নাভারোর এই পোস্টের পরই এক্স কর্তা মুখ খুলেছেন। পিটার নাভারোর মুখে কার্যত ঝামা ঘষে দিয়ে ইলন মাস্ক পোস্ট করলেন, 'এই প্ল্যাটফর্মে, লোকেরাই ন্যারেটিভ নিয়ে সিদ্ধান্ত নেয়। আপনি যুক্তির সব পক্ষই শুনতে পান। কমিউনিটি নোটস সকলকে সংশোধন করে, এতে কোনও ব্যতিক্রম নেই। নোট, ডেটা এবং কোড হল পাবলিক সোর্স। গ্রোক তার ভিত্তিতেই আরও তথ্য যাচাইয়ের ব্যবস্থা করে।'