পাঁশকুড়ায় রেলের চলতি প্রকল্পকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বকেয়া পাওনার দাবিতে এক সাইট ইঞ্জিনিয়ারকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করারও চেষ্টা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ক্ষীরাই এলাকার দোকাণ্ডা গ্রামে। এরপর থেকেই প্রায় ১৮ কোটি টাকার ওই প্রকল্পে কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: আদিবাসী মহিলা কর্মাধ্যক্ষর সঙ্গে দুর্ব্যবহার, সরকারি জমি দখল, গ্রেফতার TMC নেতা
নিগৃহীত সাইট ইঞ্জিনিয়ার নিমাই বর্মন। তিনি গুয়াহাটির একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করছিলেন। ইতিমধ্যেই দুই তৃণমূল নেতা সমীর মাইতি ও সুজিত ঘোড়াইয়ের নামে পাঁশকুড়া থানায় এফআইআর করেছেন। রবিবার পুলিশ তাঁদের বাড়িতে পৌঁছেও অভিযুক্তদের হদিস মেলেনি। জানা গেছে, কংসাবতী নদীর উপর ক্ষীরাই রেল ব্রিজ থেকে ক্ষীরাই স্টেশন পর্যন্ত ড্রেন, দেওয়াল ও ঢালাইয়ের কাজ চলছে ২০২৪ সালের মে মাস থেকে। প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে মে মাসে নিয়োগ করে সবংয়ের বাসিন্দা নিমাইবাবুকে।
অভিযোগ, প্রকল্পে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সমীর মাইতি। তাঁর কমার্শিয়াল মিটার থেকে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রায় ৪০ হাজার টাকা বকেয়া পড়ে ছিল জানুয়ারি থেকে। একই সঙ্গে সুজিত ঘোড়াইয়ের বাবারও কিছু পাওনা টাকা আটকে ছিল। এই নিয়েই শুক্রবার শ্রমিকদের সঙ্গে ওভারটাইম কাজ নিয়ে বচসার মাঝেই নিমাইবাবুর উপর হামলা চালান সমীর ও সুজিত। ইঞ্জিনিয়ারের বক্তব্য, তাঁকে ঘিরে ধরে চড়-ঘুষি মারা হয়, এমনকি ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখারও চেষ্টা করা হয়। সহকর্মীদের তৎপরতায় তিনি রক্ষা পান। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে ঠিকাদারি সংস্থা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক ও টেকনিক্যাল কর্মীরা ক্যাম্প ছেড়ে চলে গিয়েছেন, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত সমীর মাইতি অবশ্য দাবি করেছেন, উল্টে তাঁকেই আক্রমণ করা হয়েছে। তাঁর কথায়, তিনি বিদ্যুৎ দিচ্ছেন, কিন্তু জানুয়ারি থেকে টাকা পাননি। সেই নিয়েই কথা কাটাকাটি হয়। মারধর করেছেন ইঞ্জিনিয়ারই। ঘটনা রাজনৈতিক চাপানউতোরেরও জন্ম দিয়েছে। বিজেপির জেলা নেতা সিন্টু সেনাপতি অভিযোগ করেন, তোলা না মেলায় শাসক দলের নেতারা ইঞ্জিনিয়ারকে আক্রমণ করেছেন, ফলে কেন্দ্রীয় প্রকল্প থমকে গেছে। যদিও তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় জানান, বিষয়টি দলের নজরে নেই।