চলচ্চিত্র নির্মাতা অভিনব কাশ্যপ, যিনি ২০১০ সালে সলমন খানের সঙ্গে দাবাং সিনেমায় কাজ করেছিলেন, এবার অভিনেতার সমালোচনা করে তাকে ‘গুণ্ডা’ এবং তাঁর পরিবারকে ‘প্রতিশোধপরায়ণ’ বলেছেন। স্ক্রিনের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন যে সলমনের ‘অভিনয়ে কোনো আগ্রহ নেই’। দাবাং পরিচালক আরও যোগ করেন ‘গত ২৫ বছর ধরেই তার আগ্রহ (অভিনয়ে) নেই’।
রীতিমতো সলমনেরসমালোচনা করেছেন দাবাং পরিচালক। তিনি বলেন, ‘সলমন কখনো জড়িত নন। এমনকি তিনি অভিনয়েও আগ্রহী নন এবং গত ২৫ বছর ধরেই তাঁর অভিনয়ে আগ্রহ নেই। তিনি কাজে গিয়ে যেন কোনো উপকার করেন। বরং সেলেব্রিটি হওয়ার ক্ষমতা দেখানোতেই তাঁর যেন বেশি উৎসাহ। কিন্তু অিনয়ে কোনো উৎসাহ নেই। আসলে ও গুণ্ডা। আমি দাবাং করার আগে ব্যাপারটা জানতাম না। সলমন একজন অসভ্য, খারাপ মানুষ।’
সলমন খানের পরিবারেরও সমালোচনা করেন অভিনব। বলেন, ‘তিনিই (সলমন খান) বলিউডের স্টার সিস্টেমের জনক। তিনি এমন একটি চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন যা ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। তাঁরা প্রতিহিংসাপরায়ণ মানুষ। তাঁরাই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আপনি যদি তাঁদের সঙ্গে একমত না হন, তবে তারা আপনার পিছনে লাগবে।’
দাবাং ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে
দাবাং একটি অ্যাকশন কমেডি সিনেমা, যা আরবাজ খান প্রোডাকশনের অধীনে মালাইকা অরোরা এবং আরবাজ খান এবং শ্রী অষ্টবিনায়ক সিনে ভিশনের অধীনে ধীলিন মেহতা প্রযোজনা করেছেন। ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, আরবাজ খান, সোনু সুদ, ওম পুরি, ডিম্পল কাপাডিয়া, অনুপম খের, মহেশ মাঞ্জরেকর। ২০১২ সালে মুক্তি পায় দাবাং ২। যা আরবাজ খান দ্বারা পরিচালিত এবং প্রযোজনা করা হয়েছিল। অন্য দিকে, দাবাং ৩ প্রভু দেবা পরিচালিত একটি ২০১৯ সালের ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন ড্রামা সিনেমা।
দাবাংয়ের পরে, অভিনব বেশরম (২০১৩) পরিচালনা করেছিলেন, যেখানে রণবীর কাপুর, পল্লবী সারদা, ঋষি কাপুর, নীতু কাপুর এবং জাভেদ জাফরি অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি ধারাবাহিক পরিচালনা করেছিলেন, যার মধ্যে রয়েছে ডর (১৯৯৫), শশশশ কোই হ্যায় (২০০১), সিদ্ধান্ত এবং দিল কেয়া চাহতা হ্যায়।
কাজের সূত্রে, সলমন খানকে শেষবার দেখা গিয়েছিল এ আর মুরুগাদোসের অ্যাকশন ড্রামা সিকন্দরে, রশ্মিকা মন্দন্নার বিপরীতে। এরপর তাঁকে দেখা যাবে ব্যাটেল অফ গলওয়ানে, যেখানে তিনি একজন ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করবেন। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ থেকে অনুপ্রাণিত। বর্তমানে তিনি বিগ বস ১৯ সঞ্চালনা করছেন।