গত ৭ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায়। ‘দ্যা সংস অফ ফরগেটেন ট্রিজ’ সিনেমায় পরিচালনা করে এই পুরস্কারে পুরস্কৃত হন তিনি। বিশ্বের দরবারে বাংলার এই জয়ের পর অনুপর্ণাকে শুভেচ্ছাবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সিনেমার হাত ধরেই অনুপর্ণার প্রথম পরিচালনায় আসা। গত ১ সেপ্টেম্বর অনুরাগ কাশ্যপের উপস্থাপনায় ছবিটি প্রকাশিত হয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি প্রদর্শিত হয় বিভাগে। এই বিভাগে সাধারণত কোনও নতুন পরিচালকের সিনেমা, স্বাধীন চলচ্চিত্র অথবা কম পরিচিতি সিনেমাকে তুলে ধরা হয় প্রতিযোগিতায়।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
অনুপর্ণাকে শুভেচ্ছা জানিয়ে সোমবার X হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের পুরস্কার পাওয়ার খবর শুনে আমার ভীষণ আনন্দ হয়েছে। আমি ওঁকে, ওঁর বাবা মাকে, বন্ধু সহযোগী সকলকে অভিনন্দন জানাই। চলচ্চিত্র জগতে এই জয় কার্যত পৃথিবী জয় বলা যায়।’
মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘এর আগে কোনও ভারতীয় পরিচালক এই সম্মানে সম্মানিত হননি। অনুপর্ণা পুরুলিয়ার মেয়ে। ওর বাড়ি কুলটিতে। খুব স্বাভাবিকভাবেই এই জয় গোটা বাংলার মেয়েদের জয়। অনুপর্ণা আরও এগিয়ে যান, আমাদের সকলের মুখ উজ্জ্বল করুন এই কামনাই করি।’
ভেনিসের মঞ্চে অনুপর্ণার হাতে পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো। সাদা শাড়ি পরে মঞ্চে পুরস্কার নিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন পরিচালক। পুরস্কার নিয়ে অনুপর্ণা বলেন, ‘আমি প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সমস্ত টিমকে ধন্যবাদ জানাই। আমার শহর এবং আমার দেশের প্রত্যেককে গর্বিত করতে পেরে আমি সত্যিই ধন্য।’
সংস অফ ফরগটেন ট্রিজ প্রসঙ্গে
এই ছবিটি মূলত দুই মহিলার জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে যারা মুম্বইতে থাকেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল। প্রযোজনা করেছেন বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
ছবিতে থুয়া নামক এক প্রবাসী মেয়ের গল্প দেখানো হয়েছে যে অভিনেত্রী হওয়ার জন্য মুম্বই শহরে আসে। রুপালি পর্দায় নিজেকে মেলে ধরার জন্য সব রকম চেষ্টা করতে থাকে সে। একদিন নিজের ফ্ল্যাট সে ভাড়া দেয় শ্বেতাকে, সেও এক প্রবাসী। একই ঘরে দুই ভিন্ন জগৎ থেকে আসা নারী বসবাস শুরু করলে শুরু হয় একটা অদ্ভুত সখ্যতা। দিনের শেষে একে অপরকে বুঝতে শেখে তারা।
এই সিনেমাটি মূলত নিজেকে চিনে নেওয়ার লড়াই, বেঁচে থাকার লড়াই এবং একটি অদ্ভুত এবং অপ্রত্যাশিত বন্ধুর গল্প। প্রসঙ্গত, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ভুষণ শিম্পি, রবি মান, লাভলী সিং এবং প্রিতম পিলানিয়া।