সময় যেন থমকে গেছে, বলিউডের 'রঙ্গিলা গার্ল' ঊর্মিলা মাতোন্ডকরকে দেখে এমনটাই বলছেন ভক্তরা। শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন ঊর্মিলা, হিন্দি ছবিতে নায়িকা হিসাবে তাঁর আত্মপ্রকাশ নরসিমা (১৯৯১) ছবির সঙ্গে, যদিও তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে যায় রঙ্গিলা।
রামগোপাল বর্মা পরিচালিত সেই ছবি মুক্তির ৩০ বছর পূর্ণ হল, সেই উপলক্ষ্যে ভক্তদের চমকে দিলেন নায়িকা। সোমবার ইনস্টাগ্রামে আইকনিক গান ‘রঙ্গিলা রে’-তে নাচের একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। তিন দশক পরেও এতটুকু জং ধরেনি ঊর্মিলার নাচের স্টেপগুলোতে। তিনি যেন আরও পরিপক্ক। রঙ্গিলা রে হুক স্টেপগুলি ঊর্মিলাকে যতটা মানায়, ততটা আর কাউকে নয়, ফের বুঝল নেটপাড়া। ঝুল বারান্দায় দাঁড়িয়ে আশা ভোঁসলে গাওয়া গানে ঠোঁট মেলালেন ৫১ বছর বয়সী ঊর্মিলা। পরনে একটি নীল এবং সাদা মিনি ড্রেস, সঙ্গে মানানসই হাইহিল আর খোলা চুল।
ভিডিওটি শেয়ার করে ঊর্মিলা লেখেন, ‘রঙ্গিলা... এটা আমার কাছে কখনোই শুধু একটা সিনেমা ছিল না.. এটি একটা অনুভূতি ছিল, এবং এখনও আছে... তীব্র আনন্দ, আশা, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, সৌন্দর্য, উদ্দীপনা, স্নেহ, প্রশংসা, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং বিজয়, ত্যাগ এবং সর্বোপরি জীবনের একটি দুর্দান্ত উদযাপনে বোনা রঙ্গিলা….’।
ঊর্মিলা আরও লেখেন, 'ছবির প্রতিটি দৃশ্য তাত্ক্ষণিক, যার মধ্যে একটা শিশুর মতো সারল্য় রয়েছে, যেটা আমাদের সারল্য আর বিস্ময়ের জগতে নিয়ে যায়। প্রতিটি গান কেবল সংগীত নয়, বরং নবরসের উদযাপন - ভারতীয় সাহিত্য ও কবিতার নয়টি আবেগ: শৃঙ্গার (প্রেম), হাস্য (হাসি), করুণ (দুঃখ), রুদ্র (ক্রোধ), বীর (সাহস), ভয়ানক (ভয়), বিভৎস্য (ঘৃণা), অদ্ভূত (বিস্ময়) এবং শান্ত (শান্তি)।
ছবিতে মিলির চরিত্রে অভিনয় করেছিলেন ঊর্মিলা, তাঁকে নিয়ে অভিনেত্রীর উপলব্ধি ‘এক নিষ্পাপ মেয়ে রূপালি পর্দায় হেঁটে যায়….তার আকর্ষণ এবং পবিত্রতা দিয়ে হৃদয় দখল করে নেয় দর্শকদে। সে দর্শককে নিয়ে যায় সৌন্দর্য, কবিতা, জীবন এবং প্রেমের কালজয়ী যাত্রায়। আজ থেকে ত্রিশ বছর আগে, রঙ্গিলা তোমার প্রত্যেকে হয়ে গিয়েছিল! এবং আমি নিশ্চিত, আজও এটি আপনাকে সেই প্রথম মুহুর্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে - যখন আপনি হেসেছিলেন, উল্লাস করেছিলেন এবং এই মায়াবী জাদুর প্রেমে পড়েছিলেন’।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঊর্মিলা বলেন, ‘আমাকে আপনাদের জীবনের অংশ হতে দেওয়ার জন্য, আমাকে এত ভালবাসা দিয়ে আলিঙ্গন করার জন্য এবং আমাকে এমন জায়গায় রাখার জন্য ধন্যবাদ যা খুব কম লোক স্বপ্নেও দেখার সাহস করতে পারে। তবুও খুব কম লোকই আপনাদের এত প্রশংসা আর আশীর্বাদ পেয়েছে !! আপনাদের ভালবাসা আমার যাত্রার সবচেয়ে বড় আশীর্বাদ ছিল.. কৃতজ্ঞ!!’
ঊর্মিলার এই পোস্টে মন্তব্যের বন্যা। সেলেব থেকে আম জনতা বাদ নেই কেউই। এই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেত্রী দিয়া মির্জা লেখেন, ‘তখন তোমাকে ভালোবাসতাম, এখন তোমাকে আরও বেশি ভালোবাসি’।
এক ভক্ত লিখেছেন, ‘হে ভগবান! এখনও একই রকম দেখাচ্ছে ম্যাম.. নব্বইয়ের দশকে আমার প্রিয় গান’। একজন ব্যক্তি মন্তব্য করেছেন,'কে বলবে ঊর্মিলার বয়স ৫১ বছর, সেই আগের মতোই দেখাচ্ছে'। অনেকেই অভিনেত্রীকে রুপোলি পর্দায় ফিরে আসার অনুরোধ জানান।
রাম গোপালর লেখা ও পরিচালিত এই ছবিতে ঊর্মিলার পাশাপাশি অভিনয় করেছিলেন আমির খান ও জ্যাকি শ্রফ। এই ছবিটি এআর রহমানের প্রথম হিন্দি চলচ্চিত্র। রঙ্গিলা ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল, বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি।