শুধু একজন অসাধারণ অভিনেত্রী নয়, একজন দুর্দান্ত নৃত্যশিল্পী বলেও পরিচিত অভিনেত্রী মনামী ঘোষ। ৪১ বছর বয়সী এই নায়িকার সৌন্দর্য যেন কথা বলে। কিছুদিন আগেই হাতে এবং পায়ে নীল আলতা পরে নজর কেড়েছিলেন তিনি।
গত ১৯ আগস্ট ছবিশিকারীদের সামনে তিনি ধরা দিয়েছিলেন একেবারে অন্যরকম একটি লুকে। সাদা শাড়িতে তিনি সাজিয়ে তুলেছিলেন নিজেকে। তবে নজর কেড়েছিল অভিনেত্রীর হাতে এবং পায়ের নীল আলতা। শুধু তাই নয়, কপালেও ছিল নীল টিপ।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
এমন সাজের অর্থ কি জানতে চাইলে মনামী বলেছিলেন, খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সকলে। তিনি একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে এবং তার জন্যই এইভাবে সেজেছেন তিনি।
মনামীর নীল আলতার নেপথ্যের কারণ অবশেষে সামনে এল। মুক্তি পেল অভিনেত্রীর নতুন মিউজিক অ্যালবাম কল্কির প্রথম ঝলক। ৮ সেপ্টেম্বর দুপুরেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন, বিকেলে মুক্তি পাবে মনামীর নতুন মিউজিক অ্যালবাম কল্কি- এর প্রথম ঝলক।
অবশেষে বিকেল ৪টের সময় সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল মনামীর ‘কল্কি’ লুক। ছবিতে দেখা যাচ্ছে একটি লাল রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি। এবারেও নজর কেটেছে নীল আলতা। হাতে এবং গলায় সাপের ডিজাইনের অলংকার পড়েছেন তিনি। সব মিলিয়ে মনামির এই নতুন রূপ দেখে বেশ মুগ্ধ দর্শকরা।
প্রসঙ্গত, হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কি। কলিযুগের শেষে পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। সেই সময় হবে কলিযুগের পতন এবং সত্যযুগের সূচনা।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
যেহেতু বিষ্ণু নীল রঙ ধারণ করেন তাই সেই কথাই মাথায় রেখে সম্ভবত নীল আলতাকে বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কল্কি পুরাণে সাপের উল্লেখ রয়েছে, তাই তাই সম্ভবত সাপের ডিজাইনের গয়না বেছে নেওয়া হয়েছে।
তবে প্রথম লুক প্রকাশ্যে এলেও এখনও প্রকাশ্যে আসেনি সম্পূর্ণ গানটি। তাই আপাতত সেই দিকেই চোখ রয়েছে মনামীর অনুগামীদের। তবে তাঁদের এও বিশ্বাস, প্রতিবারের মতোই এবারেও সকলকে নিজের নাচের মাধ্যমে তাক লাগিয়ে দেবেন অভিনেত্রী।