বৈদিক জ্যোতিষমতে ২০২৫ পিতৃপক্ষেই শুরু হতে চলেছে ভদ্ররাজযোগ। গত ৭ সেপ্টেম্বর থেকে পড়ে গিয়েছে পিতৃপক্ষ। আর এই তিথি শেষ হবে মহালয়ার দিন। ২০২৫ মহালয়ার দিনে আসবে পিতৃপক্ষের অবসান। আর এই সময়কালে বৈদিক জ্যোতিষ গণনা বলছে, আসছে ভদ্ররাজযোগ। ৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলা পিতৃপক্ষের মধ্যে ভদ্র রাজযোগ একাধিক রাশির জাতক জাতিকাকে শুভ ফল এনে দেবে। লাকি কারা, দেখে নিন।
উল্লেখ্য়, সামনেই রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বর রয়েছে। তার আগে ১৪ সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন উচ্চ রাশি কন্যায়। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ।
মকর
ব্যবসায় আয়ের নতুন নতুন রাস্তা বেরিয়ে আসবে। এই সময় ভাগ্যের যোগ্য সহায়তা পাবেন। আয়ের দিক থেকে সময় ভালো কাটবে। চাকরিতে আপনার বেতন বৃদ্ধি হতে পারে। চাকরিতে আপনার পদোন্নতি হতে পারে। আপনি দেশ বিদেশের যাত্রা করতে পারেন। আপনি দেশ বিদেশের যাত্রা করতে পারেন। ব্যবসায়ীরা নিজেকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ মনে করতে পারেন। ছাত্রদের বিদেশ যাত্রার স্বপ্ন পুরো হতে পারে।
( USA on Russian Oil and Tariff: ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি? রুশ তেল কেনা নিয়ে আরও শুল্ক চাপানোর হুমকি US সচিবের)
( Houthis attacks Israel: ইজরায়েলি বিমানবন্দরের কাছে আছড়ে পড়ল শত্রুপক্ষের ড্রোন! স্তব্ধ পরিষেবা)
( Weather and Rain Forecast: পুজোর কেনাকাটিতে জল ঢালতে ফের ক্রিজে বৃষ্টি! আবহাওয়ার পূর্বাভাস রইল)
ধনু
আপনার রাশির কর্মভাবে এই রাজযোগ তৈরি হবে। কাজের দিক থেকে এই সময়কাল ভালো কাটবে। আপনার কাজের দিক থেকে যথেষ্ট উন্নতি হবে। চাকরিরতরা কোনও বড় প্রজেক্টে অংশ নিতে পারেন। মনের মতো জায়গায় চাকরিতে বদলি পেতে পারেন। বাবার সহযোগিতা পাবেন।
সিংহ
বুধ গ্রহ আপনার রাশিতে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই সময় আপনার ভাগ্যের পুরো সমর্থন জুটবে। আপনার কথার প্রভাব অনেকের ওপর পড়তে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ব্যবসায়ীরা আর্থিক রূপে লাভবান হবেন। আপনার আলাদা কোনও পরিচিতি তৈরি হতে পারে। আপনি নানান দিক থেকে ভালো লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )